কথায় বলে চুরি বিদ্যা মহা বিদ্যা যদি না পড়ো ধরা। তবে একবার ধরা পড়ে গেলে আর রক্ষে নেই। কিন্তু হঠাৎ একথা বলার কারণ কি? জানতে হলে পুরো ভিডিওটা দেখুন। হ্যালো বন্ধুরা, আমি অরণী আর আপনারা দেখছেন বংটেক ইউটিউব চ্যানেল, চলুন শুরু করা যাক।

পরীক্ষাতে টুকে পাস করার কথা তো অনেকেই শুনেছেন, সিনেমায় গানের সুরও টুকে দিতে দেখেছেন বড় বড় মিউজিক ডিরেক্টর কে, আর সাউথের সিনেমা বাংলায় টুকে দেওয়ার পরিচালকদের তো অভাবই নেই। তাহলে অরিজিনাল কন্টেন্ট কোথায়?

যাক গে সেসব কথা। আমরা বংটেক.ইন ওয়েবসাইট বানাই প্রায় দেড় বছর আগে, 2017 সালের এপ্রিল মাসের 10 তারিখে । লক্ষ ছিল আমাদের যে, বাংলা ভাষায় টেক নিউজ দিয়ে বাংলায় একটা সক্রিয় টেক-কমিউনিটি গড়ে তোলা। জিও আসার পর থেকে আঞ্চলিক ভাষায় ইউটিউব চ্যানেল যদিও বা বাড়তে থাকে, কিন্তু বাঙালি লোকজন টেক ভিডিও বানানোর সময় শুধুমাত্র বেশি ভিউয়ার পাওয়ার জন্য ভালো হিন্দি না বলতে পারলেও, হিন্দিতে টেক ভিডিও বানাতে শুরু করে। সত্যি বলতে, ওপার বাংলা কে বাদ দিলে আমাদের এপার বাংলায় টেক-কন্টেন্ট ক্রিয়েটরের যথেষ্ট অভাব রয়েছে, আর যেসব বড় বড় মাথারা রয়েছে তারাও google translator-এ অনুবাদ করা বাংলা দিয়ে তাদের কন্টেন্ট তুলে ধরে।

এরকম অবস্থায় আমরা আমাদের কাজ আমাদের ওয়েবসাইট মারফত চালিয়ে যাই, তবে আমাদের টিমের মধ্যে কিছু ভুল বোঝাবুঝির কারণে আমাদের ওয়েবসাইটে পোস্ট করা বেশ কিছুদিনের জন্য বন্ধ থাকে। এর মধ্যে আমি আর আমার বন্ধু, বংটেক-এর কো-ফাউন্ডার আকাশ বংটেক-এর ইউটিউব চ্যানেল খুলি, কিন্তু সেখানেও বেশ কিছু কারণে আমাদের নিয়মিত ভিডিও পোস্ট করা হয়ে ওঠে না। তাই আবার 8 মাস পর আমরা 21শে জুলাই 2018 তে আমাদের ওয়েবসাইটে পোস্ট করা শুরু করি। সবকিছুই ভালো চলছিলো, আমরা নিয়মিত পোস্টও করছিলাম, আমাদের পাঠকদের সংখ্যাও বেশ বাড়ছিল। হঠাৎ গতকাল এক পাঠকবন্ধুর তৎপরতায় আমরা দেখি যে trendingbangla.com নামের এক ওয়েবসাইট আমাদের যাবতীয় পোষ্ট তাদের টেকনোলজি সেকশন-এ কপি করে পোস্ট করেছে। দাঁড়ি, কমা, ফুলস্টপ হুবহু। আমরা পাশাপাশি তুলে ধরছি এমনই কিছু পোস্ট, স্ক্রিনের বাঁদিকে দেখুন আমাদের ওয়েবসাইট বংটেক. ইনের আর্টিক্যাল, আর ডানদিকে দেখুন trendingbangla.com ওয়েবসাইট কিভাবে সেটাকে হুবহু কপি করেছে। ভালো করে দেখুন।

প্রতিটা আর্টিক্যাল হুবহু কপি করা, কোথাও হয়তো শুধু ছবিটা পাল্টানো, কিন্তু কন্টেন্ট পুরোপুরি টোকা।

এগুলো দেখার পর আমরা trendingbangla.com ওয়েবসাইটটার ব্যাপারে খোঁজ নিতে শুরু করি। আর সেখান থেকে উঠে আসে যে এই ওয়েবসাইটটা 2018 সালের 10ই আগস্ট রেজিস্টার করা, শুভজিত মজুমদার-এর নামে, যার বাড়ি অশোকনগরে। তার কন্টাক্ট ডিটেইলস আর আমাদের কথায় সত্যতা যাচাই করে করতে description এ দেওয়া লিংকটা ক্লিক করে দেখুন।

আমার বন্ধু আকাশ এই শুভজিত মজুমদারকে গতকাল ফোন করে ওনাকে সতর্ক করার জন্য, সেই বার্তালাপটা রেকর্ড করা হয়। ভালো করে শুনুন আপনারা এটা।

আশা করি আপনারা রেকর্ডিংয়ে শুনলেন কত হাস্যকর একটা অজুহাত দিয়ে ব্যাপারটা থেকে বেরোতে চাইলেন এই শুভজিত মজুমদার। অথচ আজকেই আবার দেখা গেল যে trendingbangla.com থেকে আবার আমাদের আজকের পোস্টটা কপি করা হয়েছে। ভালো করে দেখুন। এটা আজকের পোস্ট যেটা আকাশ লিখেছে। কেমন হুবহু ঝেপে দিয়েছে trendingbangla.com ওয়েবসাইট টা।

আমাদের ওয়েবসাইটে পোস্ট হওয়া প্রতিটা কন্টেন্ট ই কপিরাইট প্রোটেক্টেড। আর ওয়েবসাইট-এর T&C পেজে স্পষ্ট করে লেখা আছে যে আপনারা পোস্টগুলো অবশ্যই পড়তে পারেন কিন্তু বিনা অনুমতিতে পোস্টের কোনো অংশ বা পুরো পোস্টটা নিজের বলে ব্যবহার করতে পারেন না, সেক্ষেত্রে সেটা আমাদের কপিরাইট ক্লেমের দায়রার মধ্যে এসে পড়ে আর আমরা এর ভিত্তিতে লিগ্যাল action ও নিতে পারি।

আমরা আমাদের ওয়েবসাইটের পাঠকদের আর আমাদের ইউটিউব চ্যানেলের সমস্ত দর্শকদের অনুরোধ করছি আপনারা আমাদের পাশে থাকুন, এভাবেই trendingbangla.com মতো ভন্ড ওয়েবসাইটগুলো যারা অরিজিনাল কন্টেন্ট না বানিয়ে অন্যের কাজকে চুরি করে নিজেদের ওয়েবসাইটে নির্লজ্জের মতো পোস্ট করে তাদের মুখোশ খুলতে আমাদের সাহায্য করুন। এই ভিডিওটাকে যতটা সম্ভব শেয়ার করুন social মিডিয়ায় যাতে এরকম ভন্ড ওয়েবসাইট চালানো লোকদের রাতের ঘুম উড়ে যায় আর ভবিষ্যতে এরকম ভুল করার আগে তারা যেন দুবার ভাবে।

সবাই ভালো থাকবেন, পাশে থাকবেন। চলুন একসাথে গড়ে তুলি বাংলার নিজস্ব tech-কমিউনিটি। আমরা গর্বিত আমরা বাঙালি। ধন্যবাদ।