এই মাসের প্রথম দিকে পূর্ণ হলো Google Chrome ব্রাউজারের 10 বছরের পথচলা। এই উপলক্ষে গুগল নিয়ে এসেছে Chrome 69, অর্থাৎ 69তম ভার্সন। এই ভার্সনে Chrome এর ডিসাইন পুরোপুরি বদলে ফেলা হয়েছে। এছাড়াও রয়েছে উন্নততর পাসওয়ার্ড ম্যানেজার, আগের থেকে ভালো অটো-ফিল ফীচার এবং সঙ্গে সিকিউরিটি আপডেট।
এ তো গেলো Chrome 69 এর কথা। 9to5Google নামক ওয়েবসাইটের একটি রিপোর্ট অনুসারে Google Chrome 70 বিটা ভার্শনে থাকছে বেশ কিছু চমক। এই নতুন ভার্সন Android আর Mac OS এ নিয়ে আসতে চলেছে ফিঙ্গারপ্রিন্ট অথেন্টিকেশন এর সাপোর্ট, অর্থাৎ ফিঙ্গারপ্রিন্ট দিয়েই Chrome ব্রাউসার এর মাধ্যমে বিভিন্ন ওয়েবসাইটে লগইন করা যাবে। এক্ষেত্রে অবশই ওয়েবসাইটে এই ফীচার থাকতে হবে। এছাড়াও অনলাইন পেমেন্ট করার সময় ফিঙ্গারপ্রিন্ট দিয়ে অথিন্টিকেট করা যাবে। এক্ষেত্রে ফিঙ্গারপ্রিন্ট 2-ফ্যাক্টর অথেনটিকেশন হিসাবে কাজ করবে।
ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার আপডেটের সঙ্গে থাকছে আরো ছোট ছোট কিছু আপডেট। Chrome এর এই ভার্সন থেকে বিল্ড নম্বর এর সঙ্গে থাকা ইউসার-এজেন্ট আইডেন্টিফিকেশন এর তথ্য সরিয়ে দেওয়া হবে। এর ফলে ইউসার কি ধরণের ডিভাইস থেকে কোনো ওয়েবসাইট এক্সেস করছে সেই তথ্য ওয়েবসাইট গুলো পাবে না। এছাড়াও যেসব ওয়েবসাইট সিকিউর কানেকশন অর্থাৎ https সাপোর্ট করে না, সেইসব ওয়েবসাইট ভিসিট করতে গেলে ‘Not Secure’ ওয়ার্নিং দেবে। অনলাইন পেমেন্ট করার সময় আর ডায়লগ বাক্স বা ফাইল পিকার ব্যবহার করার সময় Chrome ফুল-স্ক্রিন মোডে থাকলে ফুল-স্ক্রিন মোড থেকে বেরিয়ে যাবে।
Chrome 70 এ এছাড়াও থাকছে ছোটোখাটো আরো কিছু পরিবর্তন। Windows 10 আনা হচ্ছে ওয়েব ব্লুটুথ সাপোর্ট, যার সাহায্যে কোনো ওয়েবসাইট নিকটবর্তী কোনো ব্লুটুথ ডিভাইসের সাথে কমুনিকেট করতে পারবে। এই ফীচার অবশ্য Android, Chrome OS আর Mac OS এ আগে থেকেই উপলব্ধ ছিল।