ভারতের UPI নিঃসন্দেহে ডিজিটাল পেমেন্ট এর ক্ষেত্রে এক যুগান্তকারী আবিষ্কার। এর মাধ্যমে এক ব্যাংক একাউন্ট থেকে অন্য একাউন্টে তাৎক্ষণিক টাকা ট্রান্সফার করা যায়, তাও কোনরকম ডেবিট বা ক্রেডিট কার্ডের ব্যবহার ছাড়াই। ভারতে UPI -এর সাফল্যকে হাতিয়ার করে এবার আমেরিকায় একই রকম পেমেন্ট সিস্টেম চালু করতে চায় Google।
Google ইতিমধ্যেই ‘FedNow’ নামের এই নতুন সিস্টেম এর ব্যাপারে ইউএসএ সরকারের সঙ্গে কথাবার্তা শুরু করেছে। বর্তমানে ভারতের GDP -র 10% লেনদেন UPI -এর মাধ্যমে হয়। 2016 সালের ডিসেম্বর মাসে ভারতে UPI লঞ্চ করা হয়। বর্তমানে 148 টি ব্যাংক UPI -এর সুবিধা প্রদান করে। UPI এর মাধ্যমে লেনদেন করার জন্য রয়েছে গুগল পে, ফোনপে, পেটিএম, ভীম সহ মোট 48টি মোবাইল অ্যাপ।
2019 এর নভেম্বর মাসে সবথেকে বেশি UPI ট্রানজাকশন হয়। নভেম্বর মাসে হাওয়া সমস্ত UPI ট্রানজাকশন এর অর্থমূল্য ছিল ₹1,892 কোটি, যা গতবছর নভেম্বর মাসে ছিল ₹1,552 কোটি।