কিছুদিন আগেই ইউরোপে Nokia 2.3 লঞ্চ হয়েছে। এবার খুব শীঘ্রই এই ফোনটি লঞ্চ করা হবে ভারতের বাজারে। ইতিমধ্যেই Nokia India  -র ওয়েবসাইটে লিস্ট করা হয়েছে এই ফোনটি। এছাড়াও কোম্পানি টুইটারের মাধ্যমেও এই ফোনের প্রচার শুরু করেছে।

ইউরোপে নোকিয়া 2.3 এর দাম প্রায় $89। Nokia  -র ওয়েবসাইটে এর ফোনের লিস্টিং দেখা গেলেও এর দাম সঠিকভাবে জানা যায়নি। তবে অনুমান করা হচ্ছে এর দাম থাকবে ₹5,999 এর আশেপাশে।

Nokia 2.3 তে রয়েছে 6.2 ইঞ্চ IPS LCD ডিসপ্লে। এর অ্যাসপেক্ট রেশিও 19:9 আর রেজোলিউশন HD+ অর্থাৎ 720 x 1520 পিক্সেল। এতে রয়েছে মিডিয়াটেক হেলিও A22 চিপসেট আর সঙ্গে 2 GB র‌্যাম। এই ফোনের ইন্টারনাল স্টোরেজ হল 32 GB, যা মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে 512 GB পর্যন্ত বাড়ানো যাবে।

Nokia 2.3 তে রয়েছে অ্যান্ড্রয়েড 9.0 পাই অপারেটিং সিস্টেম। সেলফির জন্য এতে রয়েছে একটি 5 মেগাপিক্সেলের ফ্রন্ট ফেসিং ক্যামেরা। পেছনে রয়েছে 13 মেগাপিক্সেলের মূল ক্যামেরা সেন্সর, 2 মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর আর একটি LED ফ্ল্যাশ। Nokia 2.3 -র ক্যামেরায় রয়েছে একটি AI ফীচার, যা একবারে 15টি ফটো তোলে এবং আপনাকে সবচেয়ে ভালোটি বেছে নেওয়ার সুযোগ দেয়। 

Nokia 2.3 তে রয়েছে 4000 mAh ব্যাটারি, যা টানা 2 দিন ব্যাকআপ দিতে পারবে বলে Nokia দাবি করেছে। এই ফোনে কোনো ফিঙ্গারপ্রিন্ট সেন্সর নেই, তবে রয়েছে ফেস আনলক এর সুবিধা। এতে রয়েছে ডেডিকেটেড গুগল অ্যাসিস্ট্যান্ট বাটন। এই ফোন পাওয়া যাবে 3টি রঙে, এগুলো হল সায়ান, স্যান্ড আর চারকোল।