Samsung বাজারে নিয়ে আসলো তাদের বাজেট স্মার্টফোন গ্যালাক্সি A01। তবে এই ফোনের দাম এখনো সঠিকভাবে জানা যায়নি। তবে মনে করা হচ্ছে এই ফোনের দাম থাকবে ₹8,000 এর আশপাশে।

গ্যালাক্সি A01 এ থাকছে 5.7 ইঞ্চ HD+ ইনফিনিটি-ভি ডিসপ্লে, অক্টা কোর প্রসেসর, 2 GB র‌্যাম আর 16 GB ইন্টারনাল ডিসপ্লে। স্টোরেজ বাড়ানোর জন্য এই ফোনে রয়েছে ডেডিকেটেড মাইক্রো এসডি কার্ড স্লট। মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে এই ফোনের স্টোরেজ 512 GB পর্যন্ত বাড়ানো যাবে।

এই ফোনের পেছন দিকে রয়েছে ডুয়াল ক্যামেরা সেটআপ। যার মূল ক্যামেরাটি হল 13 মেগাপিক্সেল f/2.2 সেন্সর আর সঙ্গে রয়েছে 2 মেগাপিক্সেল f/2.4 সেকেন্ডারি সেন্সর। সেলফির জন্য রয়েছে 5 মেগাপিক্সেল f/2.0 ক্যামেরা।

Samsung গ্যালাক্সি A01 এ রয়েছে 3000 mAh ব্যাটারি। এতে রয়েছে ডুয়াল ন্যানো সিম স্লট আর সঙ্গে FM রেডিও ব্যাবহারের সুবিধা। তবে এই ফোনে রয়েছে বেসিক কিছু সেন্সর, এগুলো হল প্রক্সিমিটি সেন্সর, লাইট সেন্সর আর অ্যাকসেলেরোমিটার সেন্সর। এই ফোনে পাওয়া যাবে  কালো, নীল আর লাল এই 3টি রঙে।