Onida -র সহযোগিতায় Amazon ভারতের বাজারে নিয়ে আসছে ‘ফায়ারে টিভি এডিশন’ স্মার্ট টিভি যার দাম শুরু হবে ₹12,999 থেকে। প্রাথমিকভাবে দুটি ভেরিয়েন্টে পাওয়া যাবে এই টিভি। 32 ইঞ্চ ভেরিয়েন্ট এর দাম হবে ₹12,999 আর 43 ইঞ্চ ভেরিয়েন্ট এর দাম হবে ₹21,999। এই টিভিগুলোর সেল শুরু হবে 20 ডিসেম্বর থেকে।

Onida ফায়ার টিভি এডিশনে থাকছে ইনবিল্ট ফায়ার টিভি, যার ফলে ফায়ার টিভির সমস্ত সুযোগ সুবিধা পাওয়া যাবে এই টিভিতে। এই টিভিতে থাকছে অ্যামাজন প্রাইম ভিডিও, নেটফ্লিক্স, হটস্টার, ইউটিউব, সনি লিভ, জি ফাইভ, সান নেক্সট এর মত ভিডিও স্ট্রিমিং অ্যাপ ব্যবহারের সুবিধা। এছাড়াও ফায়ার স্টোর থেকে ইন্সটল করা যাবে আরও অজস্র অ্যাপ।

Onida -র এই স্মার্ট টিভিতে থাকছে ডুয়াল-ব্যান্ড ওয়াইফাই, 3টি এইচডিএমআই পোর্ট, 1টি ইউএসবি পোর্ট, 1টি হেডফোন জ্যাক, 1টি ইথারনেট পোর্ট। এই টিভির রিমোটে রয়েছে অ্যালেক্সা ভয়েস সার্চের সুবিধা। অন্যদিকে এই টিভির সাউন্ড সিস্টেমও বেশ উন্নত মানের। এতে রয়েছে ডলবি ডিজিটাল প্লাস আর ডিটিএস ট্রু সারাউন্ড সাউন্ড, যা আপনার সিনেমা দেখার অভিজ্ঞতাকে এক অন্য পর্যায়ে নিয়ে যাবে।