গত মাসে মিডিয়াটেক লঞ্চ করেছে তাদের ফ্ল্যাগশিপ 5G চিপসেট Dimensity 1000 (ডাইমেনসিটি 1000)। এতে রয়েছে ইন্টিগ্রেটেড 5G মডেম আর আগামী দিনে Oppo, Vivo আর Xiaomi -র 5G ফোনগুলোতে থাকবে এই চিপসেট। তবে ChinaTimes এর একটি সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী Samsung -ও রয়েছে এই তালিকায়।

যদি এই ঘটনা সত্যি হয় তবে আগামী বছরই মিডিয়াটেক চিপসেট যুক্ত Samsung স্মার্টফোন বাজারে আসবে। মিডিয়াটেকের জন্য এটি একটি বড়ো সাফল্য। মিডিয়াটেক ইতিমধ্যেই কিছু স্যাম্পেল চিপসেট Samsung -কে পাঠিয়েছে, যা ব্যাবহার করা হবে আগামী বছরের A সিরিজের স্মার্টফোনে।

Samsung 2019 -এ M সিরিজ আর A সিরিজ স্মার্টফোনের হাত ধরে বাজেট আর মিড রেঞ্জ ফোনের মার্কেট শেয়ার ফিরে পেয়েছে। গ্যালাক্সি A50 হল এবছরের সর্বাধিক বিক্রি হাওয়া মিড রেঞ্জ Samsung স্মার্টফোন। মনে করা হচ্ছে আগামী বছরেও সস্তা 5G স্মার্টফোন লঞ্চ বাজার ধরে রাখতে চায় তারা।

2020 -র দ্বিতীয় পর্যায়ে মিডিয়াটেক আনছে দুটি সস্তার 5G চিপসেট, MT6885 আর MT6873, যা ব্যাবহার করা হতে পারে Samsung -এর বাজেট ফোনগুলোতে। বর্তমানে কোরিয়ান স্মার্টফোন নির্মাতা তাদের বাজেট ফোনে নিজেদের এক্সিনোস চিপসেট ব্যবহার করে থাকে। তবে মিডিয়াটেক চিপসেটের বাড়তে থাকা জনপ্রিয়তার কারণে আগামী বছরে বেশ কিছু ফোন ব্যাবহার করে হতে পরে এই চিপসেট। এর ফলে Samsung -এর খরচও বেশ কিছুটা কমবে, যা দুই পক্ষের জন্যই বেশ লাভজনক।