ইন্টারনেট রেভোলিউশন এর পর ভারতে অন-ডিমান্ড ভিডিও সার্ভিসের চাহিদা যথেষ্টই বেড়েছে। আর এর ফলেই বাজার দখলের প্রতিযোগিতায় নেমেছে বিভিন্ন টেলিভিশন চ্যানেল থেকে শুরু করে ই-কমার্স কোম্পানিগুলো। Amazon-এর Prime Video ইতিমধ্যেই বেশ জনপ্রিয়। অন্যদিকে Flipkart-ও এই প্রতিযোগিতায় পিছিয়ে থাকতে রাজি নয়। ঠিক এই কারণেই Walmart অধীনস্থ Flipkart স্ট্রিমিং সার্ভিস Hotstar এর শেয়ার কেনার জন্য কথাবার্তা শুরু করেছে।
বর্তমানে Hotstar এর মালিকানা রয়েছে Fox Star India র কাছে। 2015 সালে ভারতে Hotstar এর পথচলা শুরু হয়। এর একবছর পড়ে আসে Netflix আর প্রায় দুই বছর পরে আসে Amazon এর Prime Video সার্ভিস। তবে লোকাল কন্টেন্ট থাকায় Hotstar এর জনপ্রিয়তা একটুও কমে যায়নি। এছাড়াও Hotstar এ রয়েছে HBO -র জনপ্রিয় সিরিজ Game of Thrones আর IPL এর স্ট্রিমিং রাইটস্। এর বার্ষিক সাবস্ক্রিপশন ফি হলো 999 টাকা।
Hotstar এর এক রিপ্রেজেন্টেটিভ Flipkart এর সঙ্গে এই সমস্ত কথাবার্তার বিষয়টি পুরোপুরি অস্বীকার করেছেন। তবে তিনি জানিয়েছেন Flipkart এর সঙ্গে পার্টনারশিপ করতে তারা আগ্রহী। Filpkart এর তরফ থেকে এই বিষয়ে কোনো মন্তব্য করা হয়নি।
Flipkart ইতিমধ্যেই Hotstar এর সঙ্গে video advertisement সার্ভিস খোলার ব্যাপারে চুক্তিবদ্ধ হয়েছে। এছাড়াও Hotstar Flipkart এর লয়ালিটি প্রোগ্রাম Flipkart Plus এর সদস্য।
প্রসঙ্গত এর বছরের প্রথম দিকেই আমেরিকান সংস্থা Walmart প্রায় 16 বিলিয়ন ডলারের বিনিময়ে Flipkart এর প্রায় 77 শতাংশ অধিগ্রহণ করে নেয়। আর এটা ছিল ই-কমার্স শিল্পে বিশ্বের সবথেকে বড় অধিগ্রহণ।