গান পাউডার, নিঃসন্দেহে সব চেয়ে বড়ো মিলিটারী ডিসকভারি।এটা চারকোল, সালফার ও সল্ট পিটার এর মিশ্রণ।চীনারা প্রথম এটা 9ম শতকে আবিষ্কার করেছিল বলে ধরা হয়।
কিন্তু পরে রোজার বেকন 1250 এর দিকে প্রায় অবিকল একই ব্ল্যাক পাউডার এর ফর্মুলা দেন।
যাইহোক অনেকেই রোজার বেকন কে গান পাউডার এর আবিষ্কারক বলে ধরা হয়। 1300 সালের দিকে এর ইউরোপে প্রচুর ব্যবহার হলেও এশিয়া তে তখনও সেভাবে আসেনি।এশিয়া তে প্রথম গান পাউডার আনে মুঘল সম্রাট বাবর।এককথায় গান পাউডার আর অটোমান বা হাঙ্গেরিয়ান দের যুদ্ধ টেকনিক রুমি এর দ্বারা তিনি এক কথায় এশিয়ান মিলিটারী রেভলিউশন ঘটান।
এক কথায় তার এই প্রযুক্তির কাছে সেই সময়কার ভারতীয় সুলতানী সাম্রাজ্যের শাসকরা ছিল যাচ্ছে তাই।
যাইহোক এই রুমি টেকনিকটা নিয়ে দুই এক কথা বলি।
প্রকৃত পক্ষে এই প্রযুক্তি টি সেন্ট্রাল ইউরোপের কোনো কান্ট্রি তে ডেভেলপ হয়েছিল, তারপর অটোমান, হাঙ্গেরিয়ান ও বাইজান্টাইন রা ব্যবহার করেছিল।
অতি সংক্ষেপে প্রযুক্তি টি বিশ্লেষণ করি।
এই প্রযুক্তি টি কয়েকটা স্টেপে বিভক্ত করা যায়
প্রথমে হলো যুদ্ধ ক্ষেত্র ফর্টিফাই করা অর্থাৎ দুর্গ দিয়ে ঘিরে দেওয়া যাতে নিজের কিছু না হয়, সেটা সবার আগে।তারপর গান পাউডার উইপনারি ও মাস্কদ সৈন্য ব্যবহার করা।যাইহোক এটা হলো সেটিং আপ কিন্তু লড়াই এখনও বাকি।তারপর এক্সপেরিয়েন্সড,দক্ষ ও সুসজ্জিত ক্যাভালারি প্রতিপক্ষের তুলনামূলক দুর্বল, অভিজ্ঞতাহিন সৈন্য কে আক্রমণ করে আগে ডুবিয়ে দেয়।
এবং এই লড়াইটা অনেকটা ফেরোশিয়াসলি করে যাতে বড়ো গ্রুপটা কিছু টা ভঁয় পেয়ে যায়।
তারপর বড়ো গ্রুপটা কে অ্যাটাক করে।
তবে এই ইতিহাসের পাতার অভিজ্ঞতা অনেকসময় বাস্তব জগতেও দেখতে পাওয়া যায়।