গুগল নিয়ে এলো তাদের ভিডিও চ্যাট সার্ভিস ডুয়োর ওয়েব ভার্সন। এতদিন অ্যান্ড্রয়েড, আইওএস আর ক্রোম ওএস এ অ্যাপ এর মাধ্যমেই ডুয়ো ব্যাবহার করা যেত। তবে এবার এসবের পাশাপাশি পিসি বা ম্যাক এ ব্রাউজার দিয়েও ডুয়ো ব্যাবহার করা যাবে।

ডুয়োর ওয়েব ভার্সন ব্যাবহার করার জন্য আপনাকে যেতে হবে https://duo.google.com এ। এরপর আপনার গুগল অ্যাকউন্ট দিয়ে সাইন করে নিলেই কেল্লাফতে! আপনার সামনে চলে আসবে আপনার ডুয়োতে থাকা কন্টাক্ট লিস্ট। এরপর আপনাকে বেছে নিতে হবে আপনার পছন্দের কন্টাক্ট আর তারপর শুরু করে দিতে পারেন ভিডিও অথবা ভয়েস কল।

ডুয়ো ওয়েব ব্যাবহার করার জন্য আপনার কাছে থাকতে হবে ক্রোম, ফায়ারফক্স অথবা সাফারি ব্রাউজার। বর্তমানে মাইক্রোসফট এজ ব্রাউজারে ডুয়ো ওয়েব ব্যাবহার করা সম্ভব নয়। ডুয়ো ওয়েব থেকে আপনি ভয়েস আর ভিডিও কল দুইই করতে পারেন তবে যাকে কল করা হচ্ছে তাকে ডুয়োতে রেজিস্টার্ড থাকতে হবে।