জিও তাদের গ্রাহকদের জন্য নিয়ে এলো জিও গ্রুপ টক্ অ্যাপ। নাম থেকেই বোঝা যাচ্ছে এই অ্যাপের মাধ্যমে অনেকে একসঙ্গে কথা বলা যাবে অর্থাৎ এককথায় ব্যাপারটা কল কনফারেন্স করার মতন। তবে ব্যাপারটা একটু আলাদা।

Jio Group Chat app

জিও গ্রুপ টক্ অ্যাপটি ডউনলোড করা যাবে গুগল প্লে স্টোর থেকে। এটি ব্যাবহার করতে গেলে আপনার মোবাইলে অবশ্যই VoLTE র সুবিধা আর জিও সিম থাকতে হবে। এই অ্যাপটিতে রেজিস্টার করার জন্য আপনাকে আপনার জিও নম্বর এন্টার করতে হবে। এরপর আপনি পাবেন একটি ওটিপি আর এই ওটিপি অ্যাপ এ এন্টার করতে হবে রেজিস্ট্রেশন সম্পূর্ণ করার জন্য। এরপর আপনাকে বানিয়ে নিতে হবে একটি গ্রুপ। এই অ্যাপ দিয়ে একবারে সর্বাধিক 10 জনের সঙ্গে কথা বলা সম্ভব। গ্রুপ চ্যাটে অংশগ্রহণকারীরা নন জিও ইউজার এমনকি ল্যান্ডলাইন ইউজার ও হতে পারে। প্রয়জনে কল চলাকালীন এক বা একাধিক ইউজারকে মিউট করে রাখা যাবে। এই অ্যাপটি কল করার জন্য ইন্টারনেট ব্যাবহার করে না, শুধুমাত্র কল কানেক্ট করার জন্য ইন্টারনেটের ব্যাবহার হয়। আর ঠিক এই কারণেই এটি অন্যান্য VoIP ব্যাবহার করা অ্যাপ (যেমন হোয়াটসঅ্যাপ্, মেসেঞ্জার ইত্যাদি) এর থেকে আলাদা। এটি চিরাচরিত কনফারেন্স কালের তুলনায় ব্যাবহার করা সুবিধাজনক, কারণ এতে কল শুরু হ‌ওয়ার পরে অংশগ্রহণকারীদের আলাদা আলাদা ভাবে যোগ করতে হয় না। এছাড়াও এতে রয়েছে লেকচার মোড, এতে শুধুমাত্র আপনিই কথা বলবেন আর বাকিরা শুনবে।

যারা নিয়মিত কল কনফারেন্স করে থাকেন তাদের জন্য জিও গ্রুপ টক্ অ্যাপটি খুবই কাজের জিনিস। প্লে স্টোরে এর ডাউনলোড সাইজ 6.1 MB মাত্র।