আজ থেকে প্রায় 30 বছর আগে 33 বছর বয়সী সফটওয়্যার ইঞ্জিনিয়ার টিম বার্নার্স-লি ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব চিন্তাভাবনা শুরু করেছিলেন। তিনি সেই সময় ইউরোপিয়ান অর্গানাইজেশন ফর নিউক্লিয়ার রিসার্চ অর্থাৎ CERN-এর একজন বিজ্ঞানী ছিলেন। CERN-এ চলা পরীক্ষা-নিরীক্ষার গতিবিধি দূর-দূরান্তের বিজ্ঞানীরা যাতে সহজেই জানতে পারেন, সেই কারণেই ওয়েবের চিন্তাভাবনা শুরু করা হয়। পরে এই ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব থেকেই সৃষ্টি হয় ইন্টারনেটের।
আজকে গুগলের মতো ওয়েবসাইট এর অস্তিত্ত রয়েছে বার্নার্স-লি এই আবিষ্কারের জন্যই। আর গুগল ঠিক এই কারণেই তাদের হোমপেজের লোগো সাময়িকভাবে পরিবর্তন করেছে, যা গুগল ডুডল নামেও পরিচিত।
আজ সারা বিশ্বে প্রায় 200 কোটির কাছাকাছি ওয়েবসাইট রয়েছে। এন্টারটইনমেন্ট থেকে শুরু করে শপিং প্রতি ক্ষেত্রেই আমরা আজ ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব এর ব্যাবহার করে থাকি। শুভ জন্মদিন ওয়েব!