অবশেষে বহু প্রতীক্ষার পর গুগল ভারতে নিয়ে আসল ইউটিউব প্রিমিয়াম আর ইউটিউব মিউজিক সার্ভিস। এর সঙ্গে সঙ্গেই ভারতে স্ট্রিমিং সার্ভিসের বাজারে আরো এক নতুন প্রতিযোগী যুক্ত হলো। ইউটিউবের এই দুটি সার্ভিসই গত বছরের জুলাই মাসে ইউএস সহ আরো ষোলটি দেশে লঞ্চ হয়েছিল আর ভারতে আসতে সময় লাগল আরো প্রায় আট মাস।
ইউটিউব মিউজিক
এটি একটি অনলাইন মিউজিক স্ট্রিমিং সার্ভিস। ইউটিউব মিউজিক এর প্রিমিয়াম সাবস্ক্রিপশন শুরু হচ্ছে 99 টাকা প্রতি মাস থেকে। এক্ষেত্রে পাওয়া যাবে অ্যাড ফ্রি মিউজিক আর ডাউনলোড করে রাখার সুবিধা। এছাড়াও রয়েছে অ্যাড সাপোর্টেড ফ্রি ভার্সন। তবে প্রথম 3 মাসের জন্য বিনামূল্যে পাওয়া যাবে এই প্রিমিয়াম সার্ভিস। গুগল প্লে মিউজিক এর প্রিমিয়াম সাবস্ক্রাইবাররা কোনো সাবস্ক্রিপশন ছাড়াই ইউটিউব মিউজিক প্রিমিয়াম ব্যাবহার করতে পারবেন। এই সার্ভিস ব্যাবহার করা যাবে অ্যান্ড্রয়েড, আইওএস অ্যাপ অথবা ওয়েব থেকে।
ইউটিউব প্রিমিয়াম
এটি হলো ইউটিউব এর প্রিমিয়াম সার্ভিস। এতে ইউটিউব এর সমস্ত ভিডিও অ্যাড ছাড়া দেখা যাবে। এছাড়াও দেখা যাবে কিছু এক্সক্লুসিভ ইউটিউব অরিজিনাল সিরিজ আর থাকবে ইউটিউব এর ভিডিও ব্যাকগ্রাউন্ড -এ প্লে করার সুবিধা। ইউটিউব প্রিমিয়াম এর সাবস্ক্রিপশন প্ল্যান শুরু হচ্ছে 129 টাকা প্রতি মাস থেকে। এই প্ল্যান এর সঙ্গে বিনামূল্যে পাওয়া যাবে ইউটিউব মিউজিক প্রিমিয়াম সাবস্ক্রিপশন। প্রথম তিন মাসের জন্য বিনামূল্যে পাওয়া যাবে এই প্রেমিয়াম সার্ভিস।