বিগত কয়েক মাস ধরে জনপ্রিয় ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ Whatsapp বেশ কিছু নতুন ফিচার এনে চলেছে। এর মধ্যে একটি হল ফিঙ্গারপ্রিন্ট লক এর সুবিধা, অর্থাৎ Whatsapp চালু করার সময় আপনাকে আপনার ফিঙ্গারপ্রিন্ট দ্বারা আনলক করতে হবে। অবশ্যই এর জন্য আপনার কাছে একটি ফিঙ্গারপ্রিন্ট রিডার যুক্ত একটি স্মার্ট ফোন থাকতে হবে।
যদিও এই ফিচারটি আইফোনের জন্য গত ফেব্রুয়ারি মাসেই চলে এসেছিল কিন্তু অ্যান্ড্রয়েড এর ক্ষেত্রে এটি প্রথম দেখা যায় অগাস্ট মাসে Whatsapp-এর বিটা ভার্সনে।
চলুন দেখে নেওয়া যাক কিভাবে Whatsapp-এ ফিঙ্গারপ্রিন্ট লক চালু করবেন। এই সুবিধা ব্যবহার করার জন্য আপনার Whatsapp-এর ভার্সন 2.19.221 অথবা এর উপরে হতে হবে। যদি না থাকে তাহলে গুগল প্লে স্টোর থেকে Whatsapp আপডেট করে নিন। এরপর নীচে দেওয়া ধাপগুলো অনুসরণ করুন।
- Whatsapp খুলুন > ডানদিকের উপরের দিকে থাকে তিনটি ডট-এ টাচ করুন এবং Settings-এ যান।
- এরপর যান Account > Privacy > Fingerprint Lock-এ।
- এর পরবর্তী স্ক্রিন-এ Unlock with Fingarprint অপশনটিকে সক্রিয় করুন আর ফিঙ্গারপ্রিন্ট রিডারে আপনার আঙ্গুল ছোয়ান।
- এছাড়া আপনি কতক্ষন অন্তর Whatsapp লক করতে চান সেটাও পরিবর্তন করতে পারেন। এর জন্য আপনাকে Immediately, After a minute অথবা After 30 minutes -এই তিনটি বিকল্প থেকে একটিকে বেছে নিতে হবে।
- এছাড়াও নোটিফিকেশন-এ মেসেজের বিষয়বস্তু আর প্রেরকের নাম দেখানো চালু অথবা বন্ধ করতে পারেন।
এরপর যখন আপনি হোয়াটস্যাপ ব্যবহার করতে যাবেন তখন ফিঙ্গারপ্রিন্ট ব্যবহার করে এটিকে আনলক করতে হবে। তবে একটি পুরোপুরি নির্ভর করছে আপনার বেছে নেওয়া বিকল্পের (Immediately, After a minute, After 30 minutes) উপরে।