হোয়াটসঅ্যাপ-এ খুব শীঘ্রই আসতে চলেছে একটি নতুন সিকিউরিটি ফীচার। এটি হল রেজিস্ট্রেশন নোটিফিকেশন। প্রথমে এই ফীচার আসবে আইফোন-এ, কিন্তু পরে অ্যান্ড্রয়েড ফোনেও পাওয়া যাবে এই সুবিধা। কিন্তু কী এই রেজিস্ট্রেশন নোটিফিকেশন?

 এর নাম থেকেই বোঝা যাচ্ছে যে যদি কেউ কোনো নতুন ডিভাইসে আপনার অ্যাকাউন্ট লগইন করার চেষ্টা করে তবে আপনি একটি নোটিফিকেশন পাবেন। তবে এই ফিচারটি বর্তমানে এন্ড্রয়েড থেকে আইফোনে অথবা আইফোন থেকে আইফোনে একাউন্ট সুইচ করলে তবেই কাজ করবে। আইফোন থেকে এন্ড্রয়েডে একাউন্ট সুইচ করলে এই ‘রেজিস্ট্রেশন নোটিফিকেশন’ কাজ করবে না।

 এই নতুন ফিচারটি আপনার হোয়াটসঅ্যাপ একাউন্ট হ্যাকারদের হাত থেকে রক্ষা করবে। নতুন কোন ফোন থেকে আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট লগইন করার চেষ্টা করা হলেই আপনি একটি পুশ নোটিফিকেশন পাবেন।  যতক্ষণ না পর্যন্ত আপনি আপনার এসএমএসে পাওয়া কোডটি শেয়ার করছেন ততক্ষণ আপনার একাউন্ট হ্যাক হওয়ার কোনো সম্ভাবনাই নেই।