Noise ভারতে লঞ্চ করলো NoiseFit Evolve নামে একটি বাজেট স্মার্টওয়াচ। এই স্মার্টওয়াচের ডিয়ালটি হল গোলাকার আর ডিসাইনও বেশ আকর্ষণীয়। এর দাম শুরু হচ্ছে মাত্র ₹5,499 থেকে। 

চলুন দেখে নেওয়া যাক NoiseFit Evolve -এর স্পেসিফিকেশনস। এই স্মার্টওয়াচের সবচেয়ে বড়ো  আকর্ষণ হলো এর সার্কুলার সুপার এমোলেড ডিসপ্লে। এটি একটি 1.2 ইঞ্চি 390X390 পিক্সেল কালার ডিসপ্লে। এতে রয়েছে একটি 180 mAh ব্যাটারী, যা একবার ফুল চার্জ করলে টানা 3 দিন চলবে আর 10 দিন পর্যন্ত স্ট্যান্ডবাই টাইম পাওয়া যাবে। এই স্মার্টওয়াচে ব্লুটুথ 5.0 টেকনোলজি ব্যবহার করা হয়েছে। এতে রয়েছে গ্রাভিটি সেন্সর, জিওমেট্রিক সেন্সর আর হার্টরেট সেন্সর। এই স্মার্টওয়াচটিতে রয়েছে IP68 সার্টিফিকেশন অর্থাৎ এটি ওয়াটার আর ডাস্ট রেজিস্ট্যান্ট।

NoiseFit Evolve স্মার্টওয়াচের রয়েছে বেশ কিছু আকর্ষণীয় ফিচার। এটি যেমন একদিকে আপনার হার্ট রেট মনিটর করতে সক্ষম অন্যদিকে এই স্মার্টওয়াচে আপনি পেতে পারেন আপনার স্মার্টফোনের সবরকম নোটিফিকেশন। এছাড়াও রয়েছে অ্যাক্টিভিটি ট্র্যাকার অর্থাৎ আপনি কী ধরনের এক্সারসাইজ করছেন তা এই স্মার্টওয়াচ নিজে থেকেই ট্র্যাক করতে পারে। এর ফলে আপনি সারাদিনে কতগুলো স্টেপ নিয়েছেন, কত ক্যালরি খরচ হয়েছে এরকম বহু জিনিস জানতে পারবেন। তবে এই স্মার্টওয়াচে always-on ডিসপ্লের সুবিধা নেই। স্মার্টওয়াচটি ব্যবহার করার জন্য আপনার স্মার্টফোনে ডাউনলোড করে নিতে হবে Noise Fit অ্যাপ্লিকেশন।

Noise-এর এই স্মার্টওয়াচটির দাম শুরু হচ্ছে ₹5,499 টাকা থেকে। এই স্মার্টওয়াচটি পাওয়া যাবে চারটি রঙে, এগুলো হলো স্লেট ব্ল্যাক, ডাস্ক ব্লু আর ব্লাশ পিঙ্ক। এছাড়াও রয়েছে একটি স্পোর্ট ভার্শন যা শুধুমাত্র কালো রঙেই পাওয়া যাবে। এই স্পোর্ট ভার্শন এর জন্য আপনাকে খরচ করতে ₹5,999 টাকা। আপাতত এই স্মর্টওয়াচ পাওয়া যাবে শুধুমাত্র gonoise.com ওয়েবসাইটে।