ভারতে ইউটিউব প্রিমিয়াম আর ইউটিউব মিউজিক প্রিমিয়াম লঞ্চ হওয়ার পর অনেকদিন হয়ে গেলেও গুগলের এই পেইড সার্ভিসগুলো সেভাবে গ্রাহকদের মধ্যে সাড়া ফেলতে পারেনি মূলত ফিচারের তুলনায় সাবস্ক্রিপশন ফি অত্যধিক বেশি হওয়ার জন্য। পাশাপাশি কোনোরকম অথেন্টিফিকেশন ছাড়াই সাবস্ক্রিপশন অটো-রিনিউয়াল হওয়ার একটা আশঙ্কাও কাজ করছিল গ্রাহকদের মনে কারণ প্রথমবার সাবস্ক্রিপশন নেওয়ার সময় গুগল আর.বি.আই. অনুমোদিত ওয়ান-টাইম ম্যান্ডেট করিয়ে নিচ্ছিল গ্রাহকদের দিয়ে অটোপেমেন্টের জন্য। তার উপর আবার জিওসাভান, উইঙ্ক মিউজিক, আমাজন প্রাইম মিউজিক-এর মত মিউজিক স্ট্রিমিং সার্ভিস প্রোভাইডারগুলোর (স্পটিফাই-এর পেইড ভার্সন সাধারণ মানুষ ব্যবহার করে না, তাই এই তালিকায় রাখা হয়নি) কম দামে প্রিপেইড সার্ভিস দেওয়াটাও গুগলের এই প্রতিযোগিতায় টিকে থাকাটা কষ্টসাধ্য করে তুলছিল।

তাই গুগল এবার নিয়ে এলো ইউটিউব প্রিমিয়াম আর ইউটিউব মিউজিক প্রিমিয়ামের 1 মাস আর 3 মাসের প্রিপেইড প্ল্যান। এতে যেমন আপনার সাবস্ক্রিপশন প্ল্যান চালু থাকা অবস্থায় আপনি যেকোনো সময় 1 থেকে 3 মাস অবধি ভ্যালিডিটি টপ আপ করে বাড়িয়ে নিতে পারেন, তেমনই সাবস্ক্রিপশন শেষ হয়ে যাওয়ার পর অটো-রিনিউয়ালেরও কোনো ভয় নেই। সুতরাং আপনার এখন থেকে আর ইউটিউবের সাবস্ক্রিপশন ক্যানসেল করার রিমাইন্ডার সেট করে রাখার কোনো প্রয়োজন নেই। ইউটিউব মিউজিক প্রিমিয়ামের প্রিপেইড প্ল্যান ₹৭৯/মাস থেকে শুরু হচ্ছে।

সাবস্ক্রাইব করার পদ্ধতিটাও বেশ সোজাসাপ্টা। যেকোনো ওয়েব ব্রাউজার থেকে ইউটিউব প্রিমিয়ামের ওয়েবসাইট (https://www.youtube.com/premium) অথবা ইউটিউব মিউজিক প্রিমিয়ামের ওয়েবসাইট (https://www.youtube.com/musicpremium) ভিজিট করে সাইন আপ করুন। তারপর নিজের পছন্দমতো 1 মাস বা 3 মাসের প্ল্যান নির্বাচন করে নিজের ডেবিট বা ক্রেডিট কার্ড ব্যবহার করে পেমেন্ট করে ফেলুন। ব্যাস, আপনার গুগল একাউন্টে ইউটিউব প্রিমিয়াম বা ইউটিউব মিউজিক প্রিমিয়াম পরিষেবা চালু হয়ে যাবে।

তা আপনি কি এখনো পর্যন্ত গুগলের ইউটিউব প্রিমিয়াম বা ইউটিউব মিউজিক প্রিমিয়াম পরিষেবা ব্যবহার করেছেন? যদি না করে থাকেন, এই প্রিপেইড প্ল্যানগুলো কি আদৌ আপনার জন্য কোনও সুবিধা করে উঠতে পারলো? নিচের কমেন্ট সেকশনে আমাদের জানান।