হ্যাঁ, ঠিকই পড়েছেন! ডিসেম্বরেই আসছে বিশ্বের প্রথম বাজেট 5G স্মার্টফোন রেডমি K30। বেজিংয়ে শাওমি ডেভেলপার্স কনফারেন্সে এমনটাই ঘোষণা করেছেন শাওমি-র সহ-প্রতিষ্ঠাতা লেই জুন। এই ফোনে থাকবে ডুয়াল মোড(SA+NSA) 5G সাপোর্ট। কিছুদিন আগেই রেডমির জেনারেল ম্যানেজার, লু ওয়েইবিং জানিয়েছিলেন যে আগামী বছর জানুয়ারির দিকে হয়তো লঞ্চ হবে রেডমি K30 সিরিজ। যদিও এটা পরিষ্কার নয় যে ওয়েইবিং রেডমি k30-র কথাই বলেছিলেন নাকি K30 Pro-র কথা বলেছিলেন, কিন্তু লেই জুনের এই ঘোষণা মি ফ্যানদের জন্য একটা বড় খুশির খবর।
ইতিমধ্যেই চাইনিজ বিভিন্ন ওয়েবসাইটে M2001G7AE মডেলের একটা নতুন ডিভাইস লিস্টেড হয়েছে যেটা রেডমি K30-র রেগুলার বা বেস ভেরিয়েন্ট বলে মনে করা হচ্ছে। এর বক্সে থাকবে CCC সার্টিফায়েড 30W চার্জার।
পাশাপাশি ফোনটা “5G ডিজিটাল মোবাইল ফোন” বলেও লিস্টেড হয়েছে, যা ফোনটার রেডমি K30 pro হওয়ারই ইঙ্গিত দিচ্ছে।
ফোনের অন্যান্য টেকনিক্যাল স্পেসিফিকেশন বলতে কয়েকটা লিক থেকে জানা যাচ্ছে যে ফোনে থাকতে চলেছে 120Hz ডিসপ্লে যা OnePlus 7T বা Realme X2 Pro-র থেকে অনেক বেশি ফ্লুইড এক্সপেরিয়েন্স দেবে। তবে প্রথমে মনে করা হচ্ছিল যে ফোনটা হয়তো স্নাপড্রাগন 735 প্রসেসরের সাথে আসবে, কিন্তু লিক হওয়া স্ক্রিনশট-এ GPU দেখা গেছে এড্রেনো 618 যেটা স্নাপড্রাগন 730 প্রসেসরের GPU।
ফোনের লিক হওয়া ছবিতে ডুয়াল পাঞ্চ হোল সেলফি ক্যামেরা দেখা গেলেও মনে করা হচ্ছে রেডমি K30 রেডমি K সিরিজের অন্যান্য ফোন K20 বা K20 Pro-র হাউসিং-এর সঙ্গেই আসবে। লিক ছবিতে ফোনে MIUI 11 দেখা গেলেও সেটা এন্ড্রয়েড 10 Q তে চলছে কি না তা জানা যায়নি।
2020 অবধি অন্তত 10 টা 5G স্মার্টফোন শাওমি লঞ্চ করতে চলেছে। লেই জুন জানিয়েছেন 2000 ইউয়ান (ভারতীয় মুদ্রায় প্রায় ₹20,000) বা তার বেশি মূল্যে লঞ্চ হওয়া সমস্ত ফোনেই থাকবে 5G কানেক্টিভিটি। এরকমই আরও খবর জানতে চোখ রাখুন আমাদের ওয়েবসাইটে। আর Redmi K30 Pro নিয়ে আপনাদের মতামত নীচের কমেন্ট সেকশনে জানান।