টেলিকম ইন্ডাস্ট্রির সাম্প্রতিক খবর অনুযায়ী সমস্ত অপারেটরই খুব শীঘ্রই তাদের সমস্ত প্লানের প্লান এর দাম বাড়াতে চলেছে। রিলায়েন্স জিও-ও এর কোনো ব্যতিক্রম নয়। কিছুদিন আগেই জিও IUC-এর সূচনা করেছে। আগামীদিনে আরো বাড়তে পারে জিওর প্ল্যান গুলোর দাম। কিন্তু কিছুদিনের জন্য এই অতিরিক্ত খরচ থেকে বাঁচার জন্য রয়েছে একটি মাত্র রাস্তা। এর জন্য আপনাকে আগে থেকেই নিজের পছন্দমত প্ল্যান রিচার্জ করে নিতে হবে। চলুন দেখে নেওয়া যাক ঠিক কিভাবে এটা করবেন।
রিলায়েন্স জিওতে একসঙ্গে একাধিক প্ল্যান রিচার্জ করা সম্ভব। একাধিক প্ল্যান রিচার্জ করলেও একটি নির্দিষ্ট সময়ে শুধুমাত্র একটি প্ল্যানই সক্রিয় থাকবে। বর্তমান প্ল্যান এর মেয়াদ শেষ হলেই পরবর্তী প্ল্যান নিজে থেকেই সক্রিয় হবে যাবে। ব্যাপারটা আসলে পেট্রোলের দাম বাড়ার আগেই বেশিকরে পেট্রোল কিনে রাখার মত। জিওর কাস্টমার কেয়ার থেকে পাওয়া তথ্য অনুযায়ী বর্তমানে আপনি সর্বাধিক 25 টি রিচার্জ আগে থেকে করে রাখতে পারেন। এর ফলে ভবিষ্যতে প্ল্যানের দাম বাড়লেও বেশ কিছু সময় আপনাকে অতিরিক্ত টাকা খরচ করতে হবে না।
আগে থেকে করে রাখা এই সমস্ত প্ল্যান গুলোর তথ্য পাওয়া যাবে MyJio অ্যাপ এর মাধ্যমে। এর জন্যে আপনাকে যেতে হবে অ্যাপ এর My Plans সেকশনে। এইখানে আপনি বর্তমান প্ল্যান এর সমস্ত তথ্য দেখতে পারবেন। এমনকি আগে থেকেই রিচার্জ করে রাখা প্ল্যান প্রয়োজনমতো এক্টিভেটও করা যাবে।