Huawei এবছরের প্রথম দিকে IFA-তে প্রদর্শন করেছে তাদের প্রথম ওয়ারেব্‌ল ডিভাইস এর জন্য বানানো চিপসেট কিরিন A1। এই চিপসেটটি ইতিমধ্যেই Huawei এর ট্রু ওয়ারলেস ইয়ারবাড ফ্রিবাড 3 আর ওয়াচ GT 2 -তে ব্যবহার করা হয়েছে। শোনা যাচ্ছে ডিসেম্বরের প্রথম সপ্তাহের মধ্যেই ভারতের লঞ্চ করা হতে পারে Huawei GT 2 ওয়াচ।

Huawei GT 2 ওয়াচ হলো Huawei GT ওয়াচ এর উত্তরসূরী, যা Huawei P30 Pro এর সঙ্গে লঞ্চ করা হয়েছিল। এই নতুন স্মার্টওয়াচটি মূলত দুটি ভেরিয়েন্টে পাওয়া যাবে – একটি হল 1.2 ইঞ্চ 42 mm ভেরিয়েন্ট আর অন্যটি 1.39 ইঞ্চ 46mm ভ্যারিয়েন্ট। এই দুটো স্মার্টওয়াচেই এই ব্যবহার করা হবে অ্যামোলেড ডিসপ্লে। অপারেটিং সিস্টেম হিসেবে থাকছে কোম্পানির নিজস্ব LiteOS, সঙ্গে থাকছে জিপিএস আর হার্ট রেট সেন্সর। এই স্মার্টওয়াচটি 5 ATM পর্যন্ত জলের চাপ সহ্য করতে পারবে। এছাড়াও এর ব্যাটারি একবার চার্জ করলে প্রায় 14 দিন পর্যন্ত চলবে, যা খুবই তাৎপর্যপূর্ণ।

এবার কিরিন A1 চিপসেট এর কথায় আসা যাক। এটি হলো বিশ্বের প্রথম ওয়ারাবল চিপসেট যা একইসঙ্গে ব্লুটুথ 5.1 আর ব্লুটুথ 5.1 LE সাপোর্ট করে। এই কারণে এর রেঞ্জ অ্যাপেল ওয়াচ এর প্রায় 2 গুণ। এই চিপসেট ব্যবহার করা হয়েছে আল্ট্রা এনার্জি এফিশিয়েন্ট ARM কর্টেক্স-M7 কোর। এতে রয়েছে অপটিক্যাল হার্ট রেট সেন্সর আর 6-অ্যাক্সিস জাইরোস্কোপ এর সাপোর্ট।

Huawei GT 2 এর হাত ধরে ভারতের বাজারে প্রথমবারের জন্য আসতে চলেছে কিরিন A1 চিপসেট। এটি প্রতিদ্বন্দ্বিতা করবে বাজারের বেস্টসেলার স্মার্টওয়াচ গুলোর সঙ্গে, যার মধ্যে রয়েছে অ্যাপেল ওয়াচ আর গ্যালাক্সি ওয়াচ।