সোশাল মিডিয়া জায়ান্ট টুইটার খুব শীঘ্রই ডিলিট করতে চলেছে ইনঅ্যাকটিভ ইউজারদের একাউন্ট। এর জন্য ইতিমধ্যেই ইনঅ্যাকটিভ ইউজারদের সতর্কবার্তা যুক্ত ইমেইল পাঠায় শুরু করেছে টুইটার। ডিসেম্বরের 11 তারিখের মধ্যে পুনরায় সাইন ইন্ করলে তবেই বাঁচানো যাবে এই সমস্ত একাউন্ট। যে সমস্ত ইউজাররা বিগত 6 মাসে একবারের জন্যও টুইটারে সাইন ইন্ করেননি, মূলত তারাই এই ধরনের ইমেইল পাচ্ছেন।

ডিসেম্বরের 12 তারিখের আগে যে সমস্ত ইনঅ্যাকটিভ ইউজাররা পুনরায় সাইন ইন্ করবেন তাদের টুইটারের নতুন টার্মস্ অ্যান্ড কনডিশনস্ অ্যাকসেপ্ট করতে হবে আর এরপর তারা টুইটার ব্যবহার করতে পারবেন। আর যারা সাইন ইন্ করবেন না তাদের একাউন্ট ডিলিট করে দেওয়া হবে। এইসব ডিলিট করে দেওয়া অ্যাকাউন্টের ইউজারনেম মুক্ত করে দেওয়া হবে, যা আবারও ব্যাবহার করতে পারবেন টুইটার ইউজাররা। তবে ঠিক কবে থেকে এটি চালু হবে তা ঠিক স্পষ্ট নয়।

27শে নভেম্বর টুইটার এক আপডেটের মাধ্যমে জানিয়েছে যে এই নিয়ম আপাতত শুধুমাত্র EU-র দেশগুলোর জন্যই ধার্য হবে। অন্য সমস্ত ক্ষেত্রে এই নিয়ম আপাতত লাগু হচ্ছে না। তবে ভবিষ্যতে টুইটার এই ব্যাপারে একটি স্পষ্ট নিয়ম আনতে চলেছে।