Samsung ইতিমধ্যেই ভারত সহ বিভিন্ন দেশে অ্যান্ড্রয়েড 10 আপডেট করার পরিকল্পনা প্রকাশ করেছে। কিন্তু Samsung -এর এই তালিকা থেকে বাদ পড়েছে Galaxy S8, S8+, Note 8 স্মার্টফোন গুলো। 2017 সালে লঞ্চ হওয়া এই সমস্ত স্মার্টফোন গুলো পাবে না অ্যান্ড্রয়েড 10 আপডেট। 

 2017 সালের মার্চ  মাসে লঞ্চ হওয়া Galaxy S8, S8+ অ্যান্ড্রয়েড 7 Naugat এর সঙ্গে এসেছিল। একই বছরের অগাস্ট মাসে লঞ্চ হওয়া Galaxy Note 8 ফোনটিও এসেছিল ন্ড্রয়েড 7 Naugat এর সঙ্গে। বলা হয়েছিল এই ফোনগুলো 2টো মূল অ্যান্ড্রয়েড ভার্শনের আপডেট পাবে। Samsung ইতিমধ্যেই এই সমস্ত ফোন গুলোর জন্য অ্যান্ড্রয়েড Oreo আর Pie আপডেট প্রকাশ করেছে। সুতরাং, এই ফোনগুলো আর সর্বনতুন অ্যান্ড্রয়েড ভার্সন অ্যান্ড্রয়েড 10 আপডেট করা হবে না।

Samsung -এর এই অ্যান্ড্রয়েড 10 আপডেট এর তালিকায় রয়েছে 40 টির ও বেশি Galaxy ফোন। এই ফোনগুলো পরের বছরের প্রথম দিক থেকে আপডেট পাওয়া শুরু করবে। ফ্ল্যাগশিপ থেকে শুরু করে মিড্-রেঞ্জ সমস্ত ফোনেই আসবে অ্যান্ড্রয়েড 10 আপডেট।

Galaxy S11 সিরিজ এর ফোন গুলোতে আগে থেকেই অ্যান্ড্রয়েড 10 ইন্সটল করা থাকবে। এছাড়াও Galaxy S10 Lite, Galaxy Note 10 Lite, Galaxy A51 আর Galaxy A71 এর মত বেশ কিছু ফোন আসবে অ্যান্ড্রয়েড 10 সহ।