আজ দুপুরে 12:30-এ লঞ্চ হতে চলেছে Realme-র প্রথম ফ্ল্যাগশিপ স্মার্টফোন Realme X2 Pro। এটা হতে চলেছে “ফ্লিপকার্ট ইউনিক” প্রোডাক্ট, অর্থাৎ এটা শুধুমাত্র ফ্লিপকার্টেই পাওয়া যাবে। তবে এই স্মার্টফোনকে “ফ্ল্যাগশিপ” বলা হবে নাকি “ফ্ল্যাগশিপ কিলার” তার জন্য দেখে নিতে হবে ফোনটার স্পেসিফিকেশনস্।

Realme X2 Pro-তে রয়েছে 6.5 ইঞ্চির 20:9 আসপেক্ট রেশিও-র ফুল এইচডি+ 90Hz সুপার AMOLED ডিসপ্লে যার প্যানেলের নীচে রয়েছে লেটেষ্ট জেনারেশন ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। পাশাপাশি গেমিং এক্সপিরিয়েন্স আরও ভালো করতে রয়েছে 135Hz টাচ স্যাম্পলিং রেট, ভিউইং এক্সপিরিয়েন্সের জন্য রয়েছে DC Dimming 2.0 সাপোর্ট। 91.7 শতাংশ স্ক্রিন-টু-বডি রেশিও-র এই ডিসপ্লে কর্নিং গোরিলা গ্লাস 5 প্রোটেক্টেড।

ফোনটা চালাবে লেটেষ্ট স্নাপড্রাগন 855+ প্রসেসর আর ফোনে চলবে ColorOS 6.1-এ যা এন্ড্রয়েড অপারেটিং সিস্টেম 9.0 Pie বেসড্। পাশাপাশি এই ফোনে থাকছে 64 মেগাপিক্সেল মেইন ক্যামেরা, 13 মেগাপিক্সেল টেলিফটো, 8 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল আর 2 মেগাপিক্সেল পোর্ট্রেট লেন্স-এর কোয়াড ক্যামেরা সেট-আপ আর 16 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। 4000 mAh ব্যাটারির সাথে রয়েছে 50W সুপার Vooc ফাস্ট চার্জিং সাপোর্টও। ফোনটা তিনটি ভেরিয়েন্টে পাওয়া যাবে- 6জিবি র‍্যাম 64 জিবি স্টোরেজ, 8 জিবি র‍্যাম আর 128 জিবি স্টোরেজ আর টপ ভেরিয়েন্ট 12 জিবি র‍্যাম আর 256 জিবি স্টোরেজ। তবে উল্লেখ্য সবচেয়ে সস্তার 64 জিবি স্টোরেজ ভেরিয়েন্ট বাদ দিয়ে অন্য দুটো ভেরিয়েন্টেই থাকবে UFS 3.0 স্টোরেজ। সেখানে 64 জিবি মডেলে থাকবে UFS 2.1 স্টোরেজ যা তুলনামূলক অনেকটাই স্লো হবে অন্য দুটো ভেরিয়েন্টের থেকে।

Realme-র তরফে যে লাইভ লঞ্চ ইভেন্টের আয়োজন করা হয়েছে সেটায় অংশগ্রহণকারী সকলকে দেওয়া হবে ₹2100 মূল্যের উপহার, যাতে থাকবে একটা Realme পাওয়ার ব্যাংক এর একটা R-পাস যেটা Realme X2 Pro কেনার সময় ব্যবহার করে ₹855 ছাড় পাওয়া যাবে। 18ই নভেম্বর থেকে এই ফোনের “ব্লাইন্ড অর্ডার সেল” চলছে যা শেষ হবে আজকে, যেখানে গ্রাহকরা ₹1000-র বিনিময়ে রিজার্ভ করার মধ্যে দিয়ে ফ্ল্যাশ সেলের ভিড় এড়িয়ে হ্যান্ডসেট কেনার গ্যারান্টি পাবেন।

এবার আসা যাক দামের কথায়। আর্টিকেলটা লেখা পর্যন্ত ফোনটার ভারতীয় মূল্যের ব্যাপারে কোনোকিছু জানা যায় নি। তবে চিনে এই ফোনের দাম শুরু হচ্ছে 6জিবি/64জিবি CNY2699(প্রায় ₹27,200) থেকে, 8জিবি/128জিবির দাম CNY 2899(প্রায় ₹29,200) আর 12জিবি/256জিবির দাম CNY 3299(প্রায় ₹33,200) থেকে। ভারতে এই ফোনের স্পেশাল এডিশন আসার গুঞ্জনও শোনা যাচ্ছে। বাজারের অন্যান্য ফ্ল্যাগশিপ ফোনের দামের প্রায় অর্ধেক বা তিন ভাগের এক ভাগ দামে Realme যে ফোন গ্রাহকদের হাতে তুলে দিতে চলেছে তাতে এই ফোনকে ফ্ল্যাগশিপ বলার থেকে “ফ্ল্যাগশিপ কিলার” বলাই ভালো। আজ দুপুরের লঞ্চ ইভেন্টে তাই সবার নজর থাকবে এই ফোনের দাম নিয়ে Realme ভারতে কতটা আগ্রাসী হতে পারে সেই দিকে।