আগামী 20 নভেম্বর, চীনা স্মার্টফোন ব্র্যান্ড Oppo আনতে চলেছে তাদের নতুন ColorOS 7। তবে চাইনীজ লঞ্চের আগেই কিছু টিসার আর ট্রেলার লঞ্চ করা হয়েছে সংস্থার তরফে। নতুন ফিচারের মধ্যে এখনও পর্যন্ত দেখা মিলেছে “ফোকাস মোড”-এর যা গ্রাহকদের ঘুমের প্যাটার্নকে আরও উন্নত করবে “ডু নট ডিস্টার্ব” টাইমফ্রেম সিডিউল করতে দেওয়ার মধ্যে দিয়ে। পাশাপাশি আরও ভালো গেমিং অপটিমাইজেশন-এর জন্য আনা হচ্ছে “GPU এক্সেলারেশন মোড” যা CPU-এর উপর চাপ না দিয়েই হাই ফ্রেম রেটে গেম খেলতে সাহায্য করবে। পাশাপাশি সংস্থার এটাও দাবি যে নতুন ColorOS অনেক বেশি স্টেবল আর পাওয়ার এফিসিয়েন্ট হতে চলেছে Oppo আর Realme স্মার্টফোনের জন্য। ভিডিওটা থেকে আর কিছু জানা না গেলেও খুব শীঘ্রই অন্যান্য ফিচার্স জানা যাবে অফিসিয়াল লঞ্চের দিন। এটাও মনে করা হচ্ছে যে সংস্থার তরফে সমস্ত ডিভাইসের আপডেটের রোডম্যাপও ঘোষণা করা হবে ওই দিন। সম্প্রতি লঞ্চ হয়েছে এরকম সবকটি Oppo আর Realme ডিভাইসই এই আপডেট পাবে বলে গ্রাহকরা মনে করছে।
তবে Realme গ্রাহকদের ক্ষেত্রে হয়তো অপেক্ষাটা আর কয়েকটা দিন বেশি হতে চলেছে। কারণ Realme তার ডিভাইসগুলোতে ColorOS 7-এরই একটা কাস্টমাইসড্ ভার্সনের আপডেট দেবে যেটা অনেকটাই স্টক এন্ড্রয়েডের কাছাকাছি হবে, ঠিক যেমনটা এবছরের ঘোষণা করেছিলেন Realme-র সি.ই.ও মাধব শেঠ। তবে সে অপেক্ষা খুব বেশি লম্বা হবেনা কারণ ColorOS 7 ভারতে লঞ্চ হবে 26শে নভেম্বরে। সাধারণত চাইনীজ আর ইন্ডিয়ান ROM-এর মধ্যে অনেকটা পার্থক্য থাকে চীনে গুগল সার্ভিস-এর উপর নিষেধাজ্ঞা থাকার দরুন। তাই ColorOS 7-এর ইন্ডিয়ান ROM-এ নতুন কোনও চমক থাকবে কি না সেটা সময়ই বলবে।