এবার মেসেজিং অ্যাপ থেকেই পাঠান হাই কোয়ালিটি ফটো আর ভিডিও RCS এর মাধ্যমে। কিন্তু আপনার মনে প্রশ্ন জাগতেই পারে ঠিক কি এই RCS? RCS হল একপ্রকার মেসেজিং প্রোটোকল, যার মানে হল রিচ কমিউনিকেশন সার্ভিসেস। এককথায় এটি হলো অ্যান্ড্রয়েড এর জন্য আই-মেসেজের(iMessage) বিকল্প

কিন্তু কিভাবে পাবেন আপনিও আপনার ফোনে পাবেন RCS-এর সুবিধা? এর জন্য আপনার ফোনে থাকতে হবে গুগলের মেসেজেস অ্যাপ। কিছুদিন আগেই গুগল তাদের মেসেজেস অ্যাপ এর বিটা ভার্সন-এ নিয়ে এসেছে RCS-এর সুবিধা। এর মাধ্যমে আপনি ফটো থেকে শুরু করে ভিডিও এমনকি ডকুমেন্ট পর্যন্ত শেয়ার করতে পারবেন। আর এই সবকিছুই হবে ইন্টারনেটের মাধ্যমে, এর জন্য আপনাকে কোনো অতিরিক্ত চার্জ দিতে হবে না। এছাড়াও রয়েছে রিড রিসিপ্ট অর্থাৎ প্রাপক আপনার মেসেজটা দেখেছেন কিনা এবং অন্যজন কিছু লিখছেন কিনা সেটা বোঝার সক্ষমতা। এককথায় এটিকে হোয়াটস্যাপ-এর বিকল্প হিসাবে ব্যবহার করা যেতেই পারে।

এবার দেখে নিন কিভাবে মেসেজেস অ্যাপ-এ RCS-এর সুবিধা চালু করবেন।

1)  প্রথমেই আপনাকে গুগল প্লে স্টোরে মেসেজেস-এর পেজে গিয়ে বিটা টেস্টিং এর জন্য সাইন আপ করতে হবে।

2)  এরপর বিটা ভার্সন-এর মেসেজেস অ্যাপটি আপনার ফোনে ইন্সটল করে নিন এবং অ্যাপটি ওপেন করুন।

3)  এবার এটিকে আপনার ডিফল্ট এসএমএস অ্যাপ হিসাবে সেট করে নিন।

4)  এর পরবর্তী স্ক্রিনে আপনার কাছে জানতে চাওয়া হবে যে আপনি RCS চ্যাট ফিচারস ব্যবহার করতে ইচ্ছুক কিনা। এই স্ক্রিনের নিচের দিকে দেওয়া Agree বাটনে টাচ করুন।

5)  এর পরবর্তী স্ক্রিনে আপনার কাছে ফোন নাম্বার চাওয়া হবে। এই স্ক্রিন এর নির্দিষ্ট জায়গায় আপনার ফোন নাম্বার এন্টার করুন আর Continue বাটনে প্রেস করুন।***

এরপর আপনার মোবাইল নাম্বার ভেরিফিকেশন হয়ে গেলে স্ট্যাটাস ‘Connected’ দেখাবে। আর এটি দেখলেই বুঝবেন আপনি আপনার ফোনে সফলভাবে আরসিএস ফিচারটি এনাবল করে ফেলেছেন। এরপর আপনি যখনই কোনো RCS ইউজারকে মেসেজ পাঠাতে যাবেন তখন অ্যাপে ‘Text message’ এর পরিবর্তে ‘Chat message’ দেখাবে।

           

*** যদি আপনার কাছে ফোন নাম্বার এন্টার করার পপ-আপ নিজে থেকে না উঠে আসে তাহলে সেক্ষেত্রে আপনাকে অ্যাপের Settings-এ  গিয়ে Chat Features অপশনটিতে গিয়ে Enable Chat Features অন করে দিতে হবে।