আগামীকাল 15ই নভেম্বর Infinix লঞ্চ করতে চলেছে S5 Lite স্মার্টফোন। এর দাম রাখা হয়েছে মাত্র ₹7999 টাকা। এই ফোনের সবচেয়ে আকর্ষণ হল এর পাঞ্চ-হোল ডিসপ্লে।
Infinix S5 Lite -এ থাকবে 6.6 ইঞ্চ HD+ ডিসপ্লে, 4GB পর্যন্ত র্যাম, 64GB স্টোরেজ আর 4000 mAh ব্যাটারি। এই ফোনে মিডিয়াটেক Helio P22 প্রসেসর ব্যবহার করা হবে। এটি একটি 2 গিগাহার্টজের অক্টাকোর প্রসেসর।
এই ফোনের ক্যামেরাও বেশ আকর্ষণীয়। এই ফোনের পেছন দিকে থাকছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মধ্যে মূল ক্যামেরাটি হল 16 মেগাপিক্সেলের। এর সেলফি ক্যামেরাটিও হল 16 মেগাপিলেলের এবং এটি পাঞ্চ-হোল ক্যামেরা – যা এই দামে প্রথম।
এই ফোন থাকছে অ্যান্ড্রয়েড 9.0 পাই চালিত XOS 5.5 অপারেটিং সিস্টেম। এর পেছন দিকে থাকছে ফিজিক্যাল ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার আর সঙ্গে 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক।