মটোরোলা ফিরিয়ে আনল তাদের আইকনিক ফ্লিপ ফোন মটোরোলা রেজার। ফোনের অন্যতম আকর্ষণ হলো এর ফোল্ডিং ডিসপ্লে। তবে এই ফোনের ডিসপ্লে স্যামসাং গ্যালাক্সি ফোল্ডের মত পাশাপাশি নয়, উপরে নিচে ফোল্ড হয়। এই ফোনের জন্য মটোরোলা একটি বিশেষ ধরনের হিন্জ(কবজা) তৈরি করেছে। ফোনটি ভাজ করার সময় এর ডিসপ্লের কিছুটা অংশ নিচের দিকের চিন(chin) -এর মধ্যে ঢুকে যায়।

মটোরোলা রেজার এর মূল ডিসপ্লেটি হল একটি 6.2 ইঞ্চ ফ্লেক্স ভিউ pOLED ডিসপ্লে। এর রেজলিউশন হল 2142 x 876 পিক্সেল। এটি একটি 21:9 অ্যাসপেক্ট রেশিও ডিসপ্লে। তবে ভাজ হওয়ার কারণে এই ডিসপ্লের উপর গরিলা গ্লাস জাতীয় কোন প্রটেকশন নেই। এই ফোল্ডেবল ডিসপ্লের উপরের দিকে রয়েছে একটি নচ্, যার মধ্যে রয়েছে ইয়ারপিস স্পিকার, একটি 5 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা আর অন্যান্য সেনসর। ফোনটি ভাঁজ করলে এর বাইরের দিকে রয়েছে একটি 2.69 ইঞ্চ 4:3 অ্যাসপেক্ট রেশিও-র কুইক-ভিউ gOLED ডিসপ্লে, যার রেজোলিউশন হল 800 x 600 পিক্সেল। এই ছোট স্ক্রিনটি ব্যবহার করা যাবে নোটিফিকেশন দেখার জন্য আর মেসেজের রিপ্লাই দেওয়ার জন্য। এছাড়াও এর সঙ্গে ইন্টিগ্রেট করানো হয়েছে গুগল অ্যাসিস্ট্যান্ট। এই কুইক-ভিউ ডিসপ্লের ঠিক নিচে রয়েছে ফোনের মূল ক্যামেরাটি। এটি একটি 16 মেগাপিক্সেল f/1.7 ক্যামেরা, সঙ্গে রয়েছে ডুয়াল এলইডি ফ্ল্যাশ, লেজার অটোফোকাস, ডুয়েল পিক্সেল অটোফোকাস, নাইট ভিশন মোড আর ইলেকট্রনিক ইমেজ স্ট্যাবিলাইজেশন। ফোল্ড করা অবস্থায় এই প্রাইমারী ক্যামেরা দিয়েই সেলফি তোলা যায় কুইক-ভিউ ডিসপ্লের সাহায্য নিয়ে। পাশাপাশি ফোল্ড খোলা অবস্থায় প্রাইমারী ক্যামেরাটা যখন ব্যবহার হয়, তখন কোনো পোর্ট্রেট শট নেওয়া হলে কুইক-ভিউ ডিসপ্লেটা স্মাইল করার সাজেশন দেয় ইমোজি দিয়ে।

মটোরোলা রেজারে রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন প্রসেসর সঙ্গে 6 GB র‌্যাম আর 128 GB ইন্টারনাল স্টোরেজ। এতে রয়েছে মোট 2,510mAh ব্যাটারি যা ফোনের দুই ফোল্ড-এ ভাগ করা রয়েছে আর 15W টার্বো পাওয়ার চার্জিং সাপোর্ট। ফোনটিতে স্টক ভার্সনের অ্যান্ড্রয়েড পাই রান করছে।

মটোরোলা রেজার ফোনে রয়েছে চারটি মাইক্রোফোন আর নিচের দিকে একটি স্পিকার। তবে এই ফোনে কোন 3.5 mm হেডফোন জ্যাক নেই। এই ফোনে স্টোরেজ এক্সপ্যান্ড করারও কোন ব্যবস্থা নেই অর্থাৎ মাইক্রো এসডি কার্ড ব্যবহার করা যাবে না। কানেকটিভিটির দিক থেকে এই ফোনে রয়েছে eSIM, ফাইভ গিগাহার্টজের ওয়াইফাই, ব্লুটুথ 5.0, NFC আর USB C পোর্ট।

এই ফোনের দাম রাখা হয়েছে $1499 এবং ডিসেম্বরের 26 তারিখ থেকে প্রি-অর্ডার শুরু হবে। জানুয়ারি মাসের 9 তারিখ থেকে এই ফোন গ্রাহকেরা তাদের হাতে পাবেন।