কিছুদিন আগেই ফিটবিট এর সাথে গুগলের গাঁটছড়া বাঁধার খবরে টেক মহলে গুগলের নতুন স্মার্টওয়াচ আসার গুঞ্জন শোনা যাচ্ছিল। কিন্তু তার অনেকটা আগেই গুগল, পুমা আর ফসিল এই তিনটে ব্রান্ডের কোলাবরেশনে বাজারে এলো পুমার নতুন স্মার্টওয়াচ।

বেশ কিছু স্মার্টওয়াচ, যেমন- মোটো 360, মোটো 360 সেকেন্ড জেন, ফসিল জেন 5, ডিজেল অন এক্সিয়াল, আরমানী কানেক্টেড 3 স্মার্টওয়াচ-এর মত ঘড়িগুলোতে গুগলের অপারেটিং সিস্টেম Wear OS-এর ব্যবহার অনেকদিন ধরে হলেও ফিটনেস ট্র্যাকিং স্মার্টওয়াচ মার্কেটে সেগুলো সেভাবে জায়গা করে নিতে পারেনি মূলত খুব বেশি দাম হওয়ার জন্য। পাশাপাশি গুগল ফিট অ্যাপটাতেও খুব বেশি ফিচার ছিলো না। তাই পুমা স্মার্টওয়াচে আরও উন্নত ফিচার নিয়ে গুগল এনেছে তাদের আপডেটেড Wear OS আর গুগল ফিট অ্যাপ; ঘড়ির ডিজাইন করেছে ফসিল আর ফিটনেস ট্র্যাকিং-এ ব্যবহার করা হয়েছে পুমার এত বছরের ফিটনেস সংক্রান্ত গবেষণা থেকে পাওয়া তথ্যাবলী।

এবার আসা যাক ঘড়িতে কি রয়েছে সেকথায়। 44 মিমি ঘড়ির ডায়াল বানানো সুপার AMOLED ডিসপ্লে দিয়ে যেটা 2.5D কার্ভড গোরিলা গ্লাস 3 প্রোটেক্টেড। স্নাপড্রাগন Wear™ 3100 প্রসেসর-এ চলা এই স্মার্টওয়াচে রয়েছে ৪ জিবি ইন্টারনাল স্টোরেজ আর 512 এমবি র‍্যাম। বিল্ট-ইন GPS সেন্সর তো আছেই, পাশাপাশি আছে হার্ট রেট সেন্সর আর ওয়‍্যারলেস পেমেন্টের জন্য NFC সেন্সর। ঘড়িটা 5 ATM পর্যন্ত ডাস্ট আর ওয়াটার রেসিস্টান্ট তাই ঘড়িটা সাঁতারের সময় পড়লেও কোনো সমস্যা নেই। ফুল চার্জে অন্তত একটা গোটা দিন ঘড়িটা চলার দাবি করা হয়েছে সংস্থার পক্ষ থেকে। পাশাপাশি রয়েছে র‍্যাপিড চার্জিং-এর সুবিধাও। Wear OS-এ রয়েছে ফিটনেস ট্র্যাকিং এর পাশাপাশি গুগল অ্যাসিস্টেন্ট আর অন্যান্য গুগল অ্যাপস্  ব্যবহারের সুবিধা যেগুলো এই অপারেটিং সিস্টেম সাপোর্ট করে। স্মার্টফোন নোটিফিকেশন বা Spotify ব্যবহার করা গেলেও পুমার নিজস্ব ট্রেনিং অ্যাপ ঘড়িটাকে ফিটনেস প্রেমীদের জন্য আরও বেশি আকর্ষণীয় করে তোলে। তবে অ্যাপল iWatch বা শাওমি-র MI ওয়াচের মতো এই ঘড়িতে এখনো পর্যন্ত কোনও eSim কলিং ফেসিলিটির কথা সংস্থার তরফ থেকে জানানো হয়নি।

এবার একটু দাম নিয়ে আলোচনা করা যাক। পুমা স্মার্টওয়াচ সাদা, কালো আর নিয়ন -এই তিনটে কালার ভেরিয়েন্টে পাওয়া যাবে। দাম $275, যা ভারতীয় মুদ্রায় ₹20,000 এর আশেপাশে থাকবে। এই দামে আর নতুন ফিচারের সঙ্গে ফিটনেস ট্র্যাকিং স্মার্টওয়াচের বাজার ধরতে কতটা সক্ষম হয় পুমা আর গুগল সেটাই এখন দেখার।