Spotify হলো একটি বহুল প্রচলিত, সুইডিশ মিউজিক স্ট্রিমিং প্লাটফর্ম। গত 27শে ফেব্রুয়ারি বহু প্রতীক্ষার পর ভারতে অফিসিয়ালি লঞ্চ হয়ে গেল Spotify অ্যাপ। এটি হল একটি ফ্রিমিয়াম সার্ভিস, অর্থাৎ বেসিক কিছু ফিচার বিনামূল্যে ব্যাবহার করা গেলেও এর সমস্ত ফিচার ব্যাবহার করতে গেলে প্রিমিয়াম সার্ভিস সাবস্ক্রাইব করতে হবে। এর সাবস্ক্রিপশন শুরু হচ্ছে মাসিক ₹119 টাকা থেকে।

Spotify অ্যাপ এ আন্তর্জাতিক বিভিন্ন গানের পাশাপাশি ভারতের বিভিন্ন আঞ্চলিক ভাষার গানও সোনা যাবে। এর আগে Spotify এর ফ্রি ভার্সনে শুধুমাত্র প্লেলিস্ট থেকেই গান প্লায় করা যেত আর গান সীমিত সংখ্যক বারই স্কিপ করা যেত, তোকে ভারতের ক্ষেত্রে এই এই নিয়ম এখনও লাগু করা হয়নি। ভারতের বাজারে মিউজিক স্ট্রিমিং এর কঠিন প্রতিযোগিতায় টিকে থাকতেই এই পদক্ষেপ বলে মনে করা হচ্ছে।