Samsung কুয়ালা লাম্পুর, সিঙ্গাপুরে লঞ্চ করলো বিশ্বের প্রথম চারটি রিয়ার কামেরাওয়ালা ফোন Galaxy A9। এই চারটি ক্যামেরার মধ্যে একটি হলো মেইন সেন্সর আর বাকি তিনটি হলো যথাক্রমে ওয়াইড অ্যাঙ্গেল, টেলেফটো আর ডেপথ্ সেন্সর।

Galaxy A9 -এ রয়েছে স্ন্যাপড্রাগণ 660 চিপসেট এরসঙ্গে 6GB অথবা 8GB RAM। এর ইন্টারনাল স্টোরেজ হলো 128GB, যা মাইক্রো এসডি কার্ড ব্যবহার করে আরো 512GB পর্যন্ত বাড়িয়ে নেওয়া যাবে। এতে রয়েছে 3800mAh ব্যাটারি আর এটিকে চার্জ করার জন্য USB টাইপ সি পোর্ট। এই ফোনের ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটি রয়েছে পেছন দিকে।

এবার আসা যাক ক্যামেরার কথায়। এই ফোনের পেছনে রয়েছে চারটি ক্যামেরা। মূল ক্যামেরাটি হলো 24 মেগাপিক্সেল f/1.7 সেন্সর, এছাড়া রয়েছে 10 মেগাপিক্সেল টেলেফটো লেন্স 2x অপটিক্যাল জুম সহ, 8 মেগাপিক্সেল 120° আল্ট্রা ওয়াইড সেন্সর আর একটি 5 মেগাপিক্সেল ডেপথ্ সেন্সর। এছাড়াও রয়েছে একটি 24 মেগাপিক্সেল অটোফোকাস সেলফি ক্যামেরা।

Galaxy A9 পাওয়া যাবে তিনটি রঙে। এগুলি হলো ক্যাভিয়ার ব্ল্যাক, লেমনেড ব্লু আর বাবলগাম পিঙ্ক। ইউরোপে এই ফোনের মূল্য হলো 599 ইউরো। তবে এর ভারতীয় মূল্য এখনও ঘোষণা করা হয়নি। ভারতে এই ফোনের দাম থাকবে আনুমানিক ₹40,000 থেকে ₹50,000 এর মধ্যে।