মোবাইল প্রস্তুতকারক সংস্থা Huawei সর্বপ্রথম তিনটে ক্যামেরাওয়ালা ফোন(P20 Pro)এনে তাক লাগিয়ে দিয়েছিল। এরপর Samsung ও একই পথে হাঁটল। Samsung এর তিনটি ক্যামেরা বিশিষ্ট ফোন হলো Galaxy A7 (2018)। এবার Lenovo ও একই পথে হাঁটতে চলেছে, তবে তাদের ফোনে তিনটি নয়, থাকছে চারটি ক্যামেরা।

কিছুদিন আগেই Lenovo এর ভাইস প্রেসিডেন্ট চাং ছেং চিনা মাইক্রোব্লগিং সাইট Weibo তে একটি কোয়ার্ড ক্যামেরা সেটআপ এর ছবি পোস্ট করেছিলেন। আর এই চারটি ক্যামেরা সেন্সরের ঠিক মাঝে রয়েছে একটি ছোট্ট এলইডি ফ্ল্যাশ। এই পোস্টার থেকে আরও বোঝা যাচ্ছে ফোনটি লঞ্চ হবে অক্টোবর মাসে। যদিও নির্দিষ্ট কোন দিনের কথা বলা হয়নি। ফোনটির মডেল নাম্বার নির্দিষ্টভাবে নাম জানানো হলেও, মনে করা হচ্ছে এর নাম হতে পারে Lenovo Z5 Pro।

কিছুদিন আগেই Lenovo এর ভিপি Lenovo Z5 Pro এর কথা জানিয়েছিলেন। এই ফোনটি Oppo Find X এর মত বেজেললেস হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে ক্যামেরা স্লাইডার হিসাবে এতে কোন মটর থাকবে না, এটি হবে একটি মেকানিকাল স্লাইডার। এতদিন ধরে এই ফোনের যে সমস্ত ছবি দেখা গেছে তাতে শুধুমাত্র ফোনের সামনের দিক‌ই দেখানো হয়েছে। তবে এখন এই কোয়ার্ড ক্যামেরার ছবি দেখে মনে করা হচ্ছে এই ফোনের পেছনেই থাকতে পারে চারটি ক্যামেরা।