বেঙ্গালুরুর স্টার্টআপ Ather Energy শুরু করলো তাদের প্রথম ইলেকট্রিক স্কুটার এর ডেলিভারি, Ather 450. এই স্কুটারের দুটি মডেল লঞ্চ করা হয়েছে। কম দামের মডেলটি হলো Ather 340, যার দাম 1.10 লক্ষ আর দামি মডেলটি হলো Ather 450, যার দাম 1.25 লক্ষ টাকা।
আপাতত Ather স্কুটার পাওয়া যাবে শুধুমাত্র বেঙ্গালুরুতে, কিন্তু 2020 সালের মধ্যে ভারতের 20 টি শহরে এই স্কুটার পাওয়া যাবে বলে জানা গেছে। এর প্রধান কারণ হলো AtherGrid, যা হলো Ather এর চার্জিং স্টেশন অর্থাৎ রাস্তায় চার্জ ফুরিয়ে গেলে এই চার্জিং স্টেশন থেকে স্কুটার চার্জ করে নেওয়া যাবে। আর এই চার্জিং স্টেশন বর্তমানে বেঙ্গালুরুতেই বসানো হয়েছে। আর ঠিক এই কারণেই এই স্কুটার আপাতত বেঙ্গালুরুতেই মিলবে।
ডিসাইনার দিক থেকে Ather 340 আর Ather 450 একই রকম দেখতে এবং এগুলোতে একই রকম সুযোগ সুবিধে পাওয়া যাবে। এদের মধ্যে আসল পার্থক্য হলো পারফরমেন্স এ। Ather 340 এ রয়েছে একটি 4.4kW ব্যাটারি, যা 20Nm পর্যন্ত টর্ক। এর সর্বাধিক গতি হলো 70kmph আর 0 থেকে 40kmph যেতে সময় লাগবে 5.1 সেকেন্ড। আর অথের 450 রয়েছে 5.4kW ব্যাটারী, যা দেবে সর্বাধিক 20.5Nm পর্যন্ত টর্ক। এর সর্বাধিক গতি 80kmph আর 0-40kmph যেতে সময় লাগবে মাত্র 3.9 সেকেন্ড।
Ather দাবি করেছে তাদের 340 মডেলের স্কুটার একবার ফুল চার্জ দিলে ইকোনমি মোডে 60km পর্যন্ত আর পারফরমেন্স মোডে 50km পর্যন্ত চলবে। অন্যদিকে 450 ইকোনমি মোডে 75km আর পারফরমেন্স মোডে 60km পর্যন্ত চলতে পারবে।