সম্প্রতি Motorola ভারতের বাজারে আনলো তাদের “g” সিরিজের “ফ্ল্যাগশিপ” Moto g6 Plus স্মার্টফোন। আপনি যদি Motorola ব্র্যান্ডের বিশেষ করে পকেট-ফ্রেন্ডলি “g” সিরিজের ফ্যান হন, খুব বেশিদিন আর হয়তো সেটা থাকতে পারবেন না Motorola-র সাম্প্রতিকতম Moto g6 Plus স্মার্টফোন-এর ব্যাপারে জানার পর। কারণ জানতে পুরোটা পড়ুন।
আগেই এই ফোনের ব্যাপারে কিছুটা সংক্ষেপে বলে নিই। ফোনটায় রয়েছে 5.99 ইঞ্চির Full HD+ রেসলিউশনের 18:9 full vision ডিসপ্লে যা কর্নিং-এর গোরিলা গ্লাস 3 প্রোটেকটেড।
ফোনটা চালাচ্ছে 2.2 গিগাহার্টজ-এর Snapdragon 630 অক্টা-কোর প্রসেসর যা Snapdragon 625-এর আপগ্রেডেড ভার্শন। যদিও এই প্রসেসর অতটা শক্তিশালী নয়, তবুও Adreno 508 GPU এর সঙ্গে এই প্রসেসর প্রায় সমস্ত ধরনেরই অ্যাপস্ বা গেম চালাতে সক্ষম।
এন্ড্রয়েড 8.0 ওরিও-তে চলছে এই ফোন যা প্রায় স্টক এন্ড্রয়েডের কাছাকাছি। একটামাত্র মেজর এন্ড্রয়েড আপগ্রেডের প্রতিশ্রুতি মিলেছে সংস্থার তরফে অর্থাৎ এই ফোনে এন্ড্রয়েড 9 এর আপগ্রেড পাওয়া যাবে।
এই ফোনের পেছনদিকে রয়েছে 12 মেগাপিক্সেল-এর f1.7 RGB কালার সেন্সর আর 5 মেগাপিক্সেল মনোক্রোম ডেপথ্ সেন্সরের ডুয়াল ক্যামেরা ডুয়াল LED ফ্ল্যাশের সাথে যা পোর্ট্রেট মোডে আর কম আলোতেও ভালো ছবি তুলতে পারবে বলে সংস্থার দাবি। সামনে রয়েছে 16 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা ফ্ল্যাশের সঙ্গে যা ভালো খবর সেলফিপ্রেমীদের জন্য।
ফোনের ডিজাইন-এর কথা বলতে গেলে বলতে হয় ফোনের গ্লাস-ব্যাক ডিজাইন-এর কথা যেটা বেশ আকর্ষণীয় আর গোরিলা গ্লাস 3 প্রোটেক্টেড। ফোনে রয়েছে ন্যানো-কোটিং যা অল্পস্বল্প বৃষ্টি বা জলের ছিঁটে থেকে ফোনকে বাঁচাবে।
কানেকটিভিটির ক্ষেত্রে এই ফোনে রয়েছে ডুয়াল সিম ডুয়াল VoLTE সাপোর্ট। সাথে রয়েছে ডেডিকেটেড মাইক্রোSD কার্ড স্লটও। পাশাপাশি আছে ওয়াই-ফাই, ব্লুটুথ, জিপিএস এর সুবিধাও। NFC ছাড়া অন্যান্য যাবতীয় দরকারী সেন্সর এই ফোনে রয়েছে।
এবার আসি দামের কথায়। Moto g6 Plus-এর 6জিবি RAM আর 64 জিবি স্টোরেজ ভেরিয়েন্ট amazon.in ওয়েবসাইটে পাওয়া যাবে ₹22499-এ। আর এখানেই এই স্মার্টফোন নিয়ে যাবতীয় উত্তেজনা শেষ হয়ে যায়। যেখানে Asus বা Nokia-র মতো প্রথম সারির ব্র্যান্ডগুলো ক্রমাগত মিডরেঞ্জ সেগমেন্টে নিজের ভিত মজবুত করতে ₹11000-₹16000 বাজেটের মধ্যে তাদের স্মার্টফোনে Snapdragon 636-এর মত ভালো হার্ডওয়্যার দেওয়ার চেষ্টা করছে, সেখানে Snapdragon 630-র মতো পুরোনো প্রসেসরের ফোন ₹22499 দামে কোনো রসিকতার থেকে কম কিছু না। আবার ₹20000 বা তার বেশি বাজেট রেঞ্জে honor play বা Poco F1-এর মতো স্মার্টফোনগুলো Kirin 970 বা Snapdragon 845 ফ্ল্যাগশিপ প্রসেসর আর অত্যাধুনিক নচ্ ডিসপ্লের সঙ্গে এসে তাক লাগিয়ে দিয়েছে, সেখানে রীতিমতো কমা প্রসেসর আর সাদামাটা ডিজাইন এর সাথে Moto g6 Play ₹22499 দামে নেওয়ার কোনো মানেই হয় না।
Motorola-র সোনার দিন সেদিনই শেষ হয়ে গেছিলো যেদিন Google-এর থেকে হাতবদল হয়ে এই কোম্পানি Lenovo-র আওতায় এসে পড়ে। আগে যেখানে Motorola-র হ্যান্ডসেট মানেই ছিল স্টক এন্ড্রয়েড, নিয়মিত সিকিউরিটি আপডেট আর মেজর এন্ড্রয়েড আপডেটের সাপোর্ট, সেখানে Lenovo-র অধীনে অনিয়মিত, পুরোপুরি অপ্টিমাইজড্ নয় এমন আপডেট বা একটার বেশি এন্ড্রয়েড মেজর আপডেট না দেওয়ার মতো এরকম নানা অভিযোগে Motorola এখন জেরবার। কড়া প্রতিযোগিতার এই বাজারে Motorola-র Moto g6 Play বা Moto g6 হ্যান্ডসেটগুলোর চড়া দাম অথচ দুর্বল হার্ডওয়্যার-এর কম্বিনেশন কোনোভাবেই মানুষের মনে দাগ কাটতে পারেনি। Motorola-র এমন ভরাডুবির পর সবাই তাকিয়ে ছিলো তাদের Moto g6 স্মার্টফোনের পরবর্তী আপগ্রেড Moto g6 Plus-এর দিকে। যেখানে এই স্মার্টফোনটা Motorola-র লাইফলাইন হয়ে দাঁড়াতে পারতো, সেখানে এটাই হয়তো Motorola-র কফিনের শেষ পেরেকটা পুঁতে দিলো।