স্যামসাং (Samsung) ভারতের বাজারে শিঘ্রই নিয়ে আসতে চলেছে তাদের নতুন ফ্ল্যাগশিপ ফোন গ্যালাক্সি এস৮ (Galaxy S8) এবং গ্যালাক্সি এস৮+(Galaxy S8+)। যদিও এর অফিসিয়াল তারিখ এখনো ঘোষণা হয়নি। কিন্তু আপনি কি জানেন নতুন কি কি ফিচার আছে এই ফোনে? চলুন দেখে নেওয়া যাক।
স্যামসাং গ্যালাক্সি এস৮-এ থাকছে ৫.৮” এবং গ্যালাক্সি এস৮+-এ থাকছে ৬.২” সুপার অ্যামোলেড কার্ভড(curved) ইনফিনিটি ডিসপ্লে(infinity display) যা গোরিলা গ্লাস ৫(Gorilla Glass 5) দিয়ে ঢাকা। ১৪৪০পি এই ডিসপ্লের অ্যাসপেক্ট রেশিও(aspest ratio) হল ১৮.৫:৯। এই ফোনের ভিতরে আছে ৪ জিবি ডিডিআর ৪ র্যাম(RAM) এবং স্যামসাং–এর অক্টাকোর এক্সিনোস চিপসেট, যারমধ্যে চারটি হাই–পারফরম্যন্স কোর ২.৩ গিগাহার্টজের আর চারটি লো পারফরম্যান্স কোর ১.৭ গিগাহার্টজের। এর জি পি ইউ হল মালি–জি৭১ এম.পি ২০(Mali-G71 MP20)। স্যামসাং সবসময় তাদের ফ্ল্যাগশিপ ফোনে উন্নতমানের ক্যামেরা ব্যবহার করে থাকে। গ্যালাক্সি এস৮ এবং এস৮+ ও এর ব্যতিক্রম নয়। এতে আছে ১২ মেগাপিক্সেল ফেস ডিটেকশন এফ/১.৭ প্রাইমারি ক্যামেরা এবং ৮ মেগাপিক্সেল এফ/১.৭ ফ্রন্ট ক্যামেরা। আপনার ফাইলস্ স্টোর করার জন্যও রয়েছে যথেষ্ট জায়গা। এই ফোনে রয়েছে ৬৪ জিবি ইন্টারনাল স্টোরেজ যা মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে ২৫৬ জিবি পর্যন্ত বাড়ানো যায়। এই ফোনের সিম স্লটটি হল হাইব্রিড, যাতে একসঙ্গছ দুটি সিমকার্ড আথবা একটি সিমকার্ড এবং একটি মাইক্রে এসডি কার্ড ব্যবহার করা যায়। গ্যালাক্সি এস৮ এ রয়েছে ৩০০০ এম এ এইচ এবং গ্যালাক্সি এস৮+ এ রয়েছে ৩৫০০ এম এ এইচ ব্যটারি।
এছাড়াও এই ফেনে রয়েছে বিক্সবি অ্যাসিস্ট্যান্ট ও বেশ কয়েকটি উন্নতমানের সিকিওরিটি ফিচার, যেমন ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, আইরিস স্ক্যানার ও ফেস স্ক্যানার। তবে এই প্রথমবার কোনো স্যামসাং ফোনের ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার রয়েছে ফোনের পেছনে, ক্যামেরার পাশে। তবে এই ফোনের ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটি ব্যবহার করা বেশ অসুবিধাজনক।