বুধবার ভারতী এয়ারটেল সমস্ত চ্যানেল (এসডি এবং HD) এক মাসের ফ্রি সাবস্ক্রিপশন-এর সঙ্গে ₹4,999 মূল্যে একটি নতুন ‘ইন্টারনেট টিভি’ সেট টপ বক্স লঞ্চ করেছে  ।
নতুন সেট টপ বক্স, যা পরবর্তী 30 দিনের জন্য একচেটিয়াভাবে Amazon.in উপলব্ধ থাকবে এবং 20 টা শহরে দেওয়া হচ্ছে, গুগলের Android টিভি OS এ চলে এবং অ্যাপ স্টোর যা অ্যাপ্লিকেশান এবং গেম  সাপোর্ট করে। সেট টপ বক্স-এ গ্রাহকদের নিয়মিত টিভি চ্যানেল দেখতে পারার জন্য  লিনিয়ার প্রোগ্রামিং হ্যান্ডেল-এর সাপোর্টও আছে।
এর অর্থ এই যে গ্রাহক সরাসরি Netflix এর সামগ্রী স্ট্রীম করতে সক্ষম হবে। এয়ারটেল এর তরফে জানানো হয়েছে যে এটি ইতিমধ্যেই যেমন আমাজন প্রাইম ভিডিও, Hotstar এবং ভূত অন্যান্য সামগ্রী নির্মাতা সাথে কথা বলছে, এছাড়াও 7,999 রুপি মূল্যে এক বছর ডিটিএইচ সাবস্ক্রিপশন-এর সাথে নতুন সেট টপ বক্স অফার করছে।
Google chromecast এর মত প্রযুক্তি ব্যবহার করা হয়েছে এই সেট টপ বক্স-এ। মুহূর্তের মধ্যে এটা আপনার টিভিকে একটা স্মার্ট টিভিতে বদলে দিতে পারে বলে দাবি এয়ারটেল এর। মিরাকাস্ট এর মত সফটওয়ার ও ব্যবহার করা হয়েছে এই সেট টপ বক্স এ।
এই সেট টপ বাক্সে ওয়াইফাই কংনেকশন সাপোর্ট আর একটি ল্যান পোর্ট রয়েছে।
মজার ব্যাপার হচ্ছে, এর ইন্টারনাল মেমরি 8 গিগাবাইট, USB 2.0 এবং ইউএসবি 3.0 পোর্ট দিয়ে মেমোরি বাড়ানো যায় 2TB অবধি। USB পোর্ট ছাড়াও ব্লুটুথ dongles কানেক্ট করে সেট টপ বক্সটি ফোনের সংগে কানেক্ট করতে ব্যবহার করা যাবে। এছাড়াও গ্রাহকরা একবার ইন্টারনাল মেমরি ব্যবহার করা হয়ে গেলে এক্সটার্নাল মেমরিতে অ্যাপ্লিকেশানগুলি ইনস্টল করতে পারেন।
এয়ারটেল এর পক্ষ থেকে আরো জানান হয় যে পুরোনো গ্রাহকরা  ₹3.999 মূল্যে নতুন ইন্টারনেট টিভি সেট টপ বক্স-এ আপগ্রেড করতে পারেন। উপরন্তু, এয়ারটেল 10GB অতিরিক্ত ব্রডব্যান্ড ডাটা সমস্ত পুরোনো এয়ারটেল ব্রডব্যান্ড গ্রাহকদের ₹ 999 এর কমে এবং 25GB ডাটা ₹999 এর উপরের প্ল্যান-এর সাথে অফার করছে।
যাইহোক, 4 Mbps ব্রডব্যান্ড কংনেকশন এর কথা বলা হলেও 2Mbps কংনেকশন এও সহজেই স্ট্রিম করা যাবে এই সেট টপ বক্স এ। এতে 4K কন্টেন্ট ও সাপোর্ট করবে বলে জানানো হয়েছে। তবে রেকর্ডিং USB পোর্ট মাধ্যমে এক্সটার্নাল হার্ড ডিস্ক এ করতে হবে।
শেষমেশ একনজরে দেখে নি সেট টপ বক্স এর স্পেসিফিকেশন:
এয়ারটেল ইন্টারনেট টিভি সেট টপ বক্স বিশেষ উল্লেখ
প্রসেসর: 2GHz ডুয়াল কোর প্রসেসর
র‍্যাম: 2GB র‍্যাম
অডিও: ডলবি Atmos পাস-থ্রু
অপারেটিং সিস্টেম: Android টিভি ওএস
কম্প্যাটিবিলিটি: সমস্ত টিভি, নিয়মিত চ্যানেলের সাপোর্ট
স্টোরেজ: 8 গিগাবাইট ইন্টারনাল স্টোরেজ মাইক্রোএসডি / হার্ড ডিস্ক মাধ্যমে বিস্তারযোগ্য 128 গিগাবাইট
কানেক্টিভিটি: ওয়াইফাই, ব্লুটুথ
পোর্ট: ইউএসবি 3.0 এবং ল্যান পোর্ট সঙ্গে USB 2.0
সাপোর্ট: সমস্ত রিমোট কন্ট্রোল নিয়ন্ত্রক, 2Mbps পর্যন্ত কোনো ইন্টারনেট সংযোগ
প্রিলোডেড অ্যাপ্লিকেশনস্: Netflix, এয়ারটেল সিনেমা, ইউটিউব, Google প্লে মিউজিক, কোনো অ্যাপ্লিকেশন বা গেম পাওয়া যাবে অ্যাপ স্টোর-এ।