চীনা মোবাইল প্রুস্তুতকারী সংস্থা Xiaomi ভারতের বাজারে নিয়ে এলো তাদের প্রিমিয়াম হেডফোন, যার নাম MI Headphones Comfort। এটি একটি closed back ধরনের হেডফোন, যা কোনোভাবেই সাউন্ড লিক হতে দেয়মনা। ওজনের দিক থেকে এই হেডফোন খুবই হালকা এবং নাম থেকেই বোঝা যাচ্ছে এই হেডফোন ব্যবহার করা খুবই আরামদায়ক। এই হেয়াডফোনের বাঁদিকের ear cup -এ শুধুমাত্র টাচ করেই কন্ট্রোল করা যাবে মিউজিক প্লেব্যাক। তবে ভারতের বাজারে এই হেয়াডফোনের দাম যথেষ্ট বেশি। এটি কিনতে হলে আপনাকে খরচ করতে হবে ₹২৯৯৯ এবং শুধুমাত্র mi.com -এই পাওয়া যাচ্ছে।