এতদিন ‘মটো ই’ ছিল মটোরোলার সবথেকে সস্তা ফোন। কিন্তু শোনা যাচ্ছে মটোরোলা নিয়ে বাজারে নিয়ে আসতে পারে তাদের নতুন ‘মটো সি’ সিরিজের স্মার্টফোন, যার দাম হবে ‘মটো ই’ সিরিজ এর থেকে কম। ‘মটো সি’ সিরিজ এ থাকতে থাকতে পারে দুটি ফোনে – ‘মটো সি’ ও ‘মটো সি প্লাস’।
‘মটো সি’ এর সম্ভাব্য স্পেসিফিকেশন:
৫ ইঞ্চি ৪৮০ পি ডিসপ্লে
১.৩ গিগাহার্টজ কোয়াড কোর প্রসেসসর(৩২ বিট)
১ জিবি র‍্যাম
৮ জিবি ইন্টারনাল স্টোরেজ
৫ মেগাপিক্সেল অটোফোকাস ক্যামেরা ও ২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা
এন্ড্রয়েড Nougat
4G LTE
২৩৫০ mAh ব্যাটারি
‘মটো সি প্লাস’ এর সম্ভাব্য স্পেসিফিকেশন:
৫ ইঞ্চি ৭২০ পি ডিসপ্লে
১.৩ গিগাহার্টজ কোয়াড কোর প্রসেসসর(৬৪ বিট)
২ জিবি র‍্যাম
১৬ জিবি ইন্টারনাল স্টোরেজ
৮ মেগাপিক্সেল অটোফোকাস ক্যামেরা ও ২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা
এন্ড্রয়েড Nougat
4G LTE
৪০০০ mAh ব্যাটারি
খবরের সূত্র : VentureBeat