চীনা স্মার্টফোন নির্মাতা সাইওমি(Xiaomi) আগামী ১৯শে এপ্রিল নিয়ে আসছে তাদের পরবর্তী ফ্ল্যাগশিপ স্মার্টফোনে মি৬(MI 6)। মনে করা হচ্ছে মি৬-এর সঙ্গে লঞ্চ হতে পারে আরও একটি স্মার্টফোন যার নাম মি৬ প্লাস(MI 6 Plus)।
মি৬-এ থাকতে পারে স্ন্যাপড্রাগন ৮৩৫ প্রসেসসর, ফুল এইচডি স্ক্রিন, ৬৪ অথবা ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ, ১২ মেগাপিক্সেল মেইন ক্যামেরা ৪কে রেকর্ডিং সহ এবং ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।
অন্যদিকে মি6 প্লাস-এ থাকতে পারে কোয়াড(quad HD) এইচডি OLED কার্ভাড(curved) ডিসপ্লে এবং পেছন দিকে দুটি ক্যামেরা। এর ব্যাটারি হতে পারে ৪,০০০ এম এ এইচ। এর সঙ্গে থাকতে পারে কোয়ালকম-এর কুইক চার্জ টেকনোলজি ৪.০(Quick Charge 4.0)।
মি৬ এর দাম হতে পারে ভারতীয় মুদ্রায় ₹২০,০০০ ও মি৬ প্লাস-এর দাম হতে পারে ভারতীয় মুদ্রায় ₹২৫,০০০ টাকা।