হ্যাঁ আপনি ঠিকই পড়েছেন, এবার আপনার বাড়ির দরজায় খাবার নিয়ে হাজির হবে ক্যাব সংস্থা Uber। আগামী ২রা মে Uber ভারতে নিয়ে আসছে তাদের নতুন পরিষেবা UberEATS। প্রথমে এই পরিষেবা পাওয়া যাবে কলকাতা, দিল্লি, চেন্নাই, মুম্বাই, ব্যাঙ্গালোর ও হায়দ্রাবাদে।
Uber-এর এই প্রচেষ্টা নতুন নয়, ২০১৪ সালে লস এঙ্গেলস্ শহরে জন্ম নেয় এই UberEATS। এখন বিশ্বের মোট ৫৮ টি শহরে চালু রয়েছে Uber-এর এই পরিষেবা। কিন্তু Uber কি পারবে Food Panda, Zomato, Swiggy-র মতো জনপ্রিয় সংস্থার সঙ্গে পাল্লা দিয়ে ভারতের বাজার দখল করতে? আপনার মতামত জানাতে comment করুন নিচের comment box-এ।