টেলিকম জগতে বিপ্লব ঘটিয়ে জিও আরো একবার নিয়ে এলো চমকপ্রদ অফার। কিছুদিন আগেই TRAI -এর নির্দেশে জিওকে বন্ধ করে দিতে হয় তাদের ‘সামার সারপ্রাইজ অফার’। কিন্তু তার একদিন পরেই জিও নিয়ে এলো তাদের নতুন অফার, যার নাম ‘জিও ধন ধনা ধন’ অফার। চলুন দেখেনি গ্রাহকরা কি কি সুবিধা পেতে চলেছেন এই অফারে।
যে সকল গ্রাহকেরা ৯৯ টাকা দিয়ে জিও প্রাইম গ্রহণ করেছিলেন তারা মাত্র ৩০৯ টাকার বিনিময়ে পাবেন প্রতিদিন ১ জিবি করে ডাটা ব্যাবহারের সুবিধা। এছাড়াও ৫০৯ টাকার বিনিময়ে পাওয়া যাবে প্রতিদিন ২ জিবি করে ডাটা। উভয়ের ক্ষেত্রেই ৮৪ দিনের বৈধতা পাওয়া যাবে। এছাড়াও দুটি প্লানেই থাকছে আনলিমিটেড ভয়েস কলের সুবিধা।
যারা জিও প্রাইম সাবস্ক্রাইব করেননি তারাও এই সুবিধাগুলি পেতে পারেন। ১ জিবি প্রতিদিন পেতে খরচ করতে হবে ৩৪৯ টাকা এবং ২ জিবি প্রতিদিন পেতে খরচ করতে হবে ৫৪৯ টাকা। উভয়ের ক্ষেত্রেই ৮৪ দিনেই বৈধতা থাকবে।
নতুন গ্রাহকরাও এই সুবিধাগুলো পেতে পারেন, তবে তার জন্য একটু বেশি খরচ করতে হবে। ১ জিবি প্রতিদিন পেতে খরচ করতে হবে ৪০৮ টাকা ( ৩০৯+৯৯) এবং ২ জিবি প্রতিদিন পেতে খরচ করতে হবে ৬০৮ টাকা (৫০৯+৯৯)। উভয়ের ক্ষেত্রেই ৮৪ দিনেই বৈধতা থাকবে।