এই মাসের প্রথম দিকে প্রায় 2.5 কোটি Jio Phone গ্রাহক Whatsapp ব্যবহারের সুবিধা পেতে শুরু করেছিল। আর তখন Whatsapp ভুয়ো খবরের সঙ্গে যুদ্ধে ব্যস্ত। এই যুদ্ধে এবার Whatsapp এর পশে এসে দাঁড়ালো Jio.

Whatsapp  ভারতে জনপ্রিয় হওয়ার পর থেকেই এর মাধ্যমে নানারকম ভুয়ো খবর ছড়িয়ে পড়তে থাকে। আর এই ভুল খবরের কারণে অনেক অপ্রীতিকর ঘটনাও ঘটেছে। এর পরেই সরকারের চাপে পরে Whatsapp ভুয়ো খবর ছড়ানো আটকাতে ব্যবস্থা নিতে শুরু করে।  সস্তার JioPhone এ Whatsapp আসার ফলে গ্রামাঞ্চলে ভুয়ো খবর ছড়ানোর ঘটনা আরো বাড়তে পারে এই আশঙ্কা ছিলই। এই কারণেই এবার থেকে নতুন JioPhone কিনলে পাওয়া যাবে একটি নিয়মাবলী। এতে বলে থাকবে কি করা উচিত আর কি করা উচিত নয়। এতে আরো বলা থাকবে কিভাবে ফরোয়ার্ডেড (forwarded) মেসেজ চিহ্নিত করতে হয়।

Whatsapp ইতিমধ্যেই এই বিষয়ে জনসাধারণকে সচেতন করতে নানারকম অ্যাড ক্যাম্পেন শুরু করেছে। রেডিও ও সংবাদপত্রের মাধমেও জনসাধারণকে সচেতন করা হচ্ছে। এই বিষয়ে আরো জানতে পড়ুন আমাদের আগের প্রতিবেদন – ভুয়ো খবর রুখতে Whatsapp এর নতুন পদক্ষেপ