HMD Global আগামী 8ই মে ভারতে নিয়ে আসছে Nokia ব্র্যান্ডেড ফোন। এর জন্য রাজধানী দিল্লিতে একটি ইভেন্টের আয়োজন করা হয়েছে। এইদিন যে ফোনগুলো লঞ্চ করা হবে সেগুলো হলো Nokia 3, Nokia 5, Nokia 6 এবং Nokia 3310 এর নতুন ভার্সন।
Nokia 3 : এটি Nokia-র সবথেকে কম দামের অ্যান্ড্রয়েড ফোন। এতে থাকছে Mediatek MTK 6737 প্রসেসর সঙ্গে 2GB র্যাম। এর সামনে ও পেছনে রয়েছে 8 মেগাপিক্সেল ক্যামেরা। এই ফোনের দাম হতে পারে ₹10,000 টাকার কাছাকাছি।
Nokia 5 : এটি Nokia-র একটি Android চালিত ফোন। এতে রয়েছে 5.3 ইঞ্চ HD ডিসপ্লে যা Corning Gorilla Glass দিয়ে ঢাকা। এছাড়া রয়েছে Snapdragon 430 প্রসেসর, 2GB র্যাম ও 16GB ইন্টারনাল স্টোরেজ। এই ফোনের ফ্রন্ট ক্যামেরাটি হলো 8 মেগাপিক্সেল এবং রিয়ার ক্যামেরাটি হলো 13 মেগাপক্সেল। এই ফোনের দাম হতে পারে ₹13,000 টাকার কাছাকাছি।
Nokia 6 : এই স্মার্টফোনের সামনে রয়েছে Gorilla Glass-এ ঢাকা 5.5 ইঞ্চ full HD ডিসপ্লে। এই ফোনের পেছনের ক্যামেরাটি হলো 16 মেগাপিক্সেল এবং সামনের ক্যামেরাটি হলো 8 মেগাপিক্সেল। এছাড়াও এই ফোনে রয়েছে snapdragon 430 প্রসেসর, 3GB র্যাম ও 32 GB ইন্টারনাল স্টোরেজ। এই ফোনের দাম হতে পারে ₹17,000 টাকার কাছাকাছি।
Nokia 3310 : এটি নোকিয়ার সর্বাধিক বিক্রিত 3310 ফোনের নতুন ভার্সন। এটি একটি 2G ফোন। এই ফোনে রয়েছে S30 অপারেটিং সিস্টেম ও 2.4 ইঞ্চ স্ক্রীন।
কিন্তু Nokia কি পারবে প্রতিযোগিতার বাজারে নিজেদের তুলে ধরতে? এই প্রশ্নের উত্তর একমাত্র সময়ই বলে দেবে।