Micromax বাজারে আনলো Canvas 2 এর 2017 ভার্সন। এই ফোনের বিশেষত্ব হলো এর ডিসপ্লে Gorilla Glass 5 দিয়ে ঢাকা। Micromax দাবি করেছে যে এই ফোনের ডিসপ্লে সহজে ভাঙ্গা যাবে না অর্থাৎ ‘unbreakable’। এই ফোনের দাম রাখা হয়েছে ₹11,999 এবং শুধুমাত্র অফলাইন স্টোরেই পাওয়া যাবে।

Micromax Canvas

ফোনকে শক্তি প্রদান করার জন্য রয়েছে 1.3 গিগাহর্টজের Mediatek MT6737 কোয়াড্ কোর প্রসেসর সঙ্গে 3GB RAM ও 16GB ইন্টারনাল স্টোরেজ, যা 64GB পর্যন্ত বাড়ানো যায়। এই ফোনের 5 ইঞ্চ 720p ডিসপ্লের নিচে রয়েছে একটি ফিঙ্গাপ্রিন্ট স্ক্যানার। এর সঙ্গে Micromax এক বছরের জন্য ডিসপ্লে ওয়ারান্টি প্রদান করছে, যে কারণে এক বছরের মধ্যে বিনামূল্যে ডিসপ্লে পাল্টে নিউজ যাবে। এছাড়াও এই ফোনে রয়েছে 13 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা ও সামনে রয়েছে 5 মেগাপিক্সেল ‘wide angle’ ক্যামেরা, যা গ্রুপ সেলফি তোলার জন্য খুবই সুবিধাজনক। Android Naugat দ্বারা পরিচালিত এই ফোনে রয়েছে 3050mAh এর একটি ব্যাটারি।

এছাড়া এই ফোনে কিনলে Airtel এর তরফ থেকে পাওয়া যাচ্ছে এক বছর এর জন্য ফ্রি কল ও ইন্টারনেট ব্যাবহারের সুবিধা।