Google Opinion Rewards
Google Opinion Rewards
.
পছন্দের পেইড অ্যাপ টা কিনতে চান প্লে স্টোর থেকে?

কিন্তু ডেবিট কার্ড দিয়ে কাজ হচ্ছে না?

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নেট ব্যাংকিং ফেসিলিটি অন করা নেই আপনার?
চিন্তা নেই, লাগে টাকা দেবে গুগল!
সিঙ্গাপুর আর তুরস্কের পর এবার ভারতে গুগলের হাত ধরে এলো গুগলের অপিনিয়ন রেওয়ার্ডস।
কি এই গুগল অপিনিয়ন রেওয়ার্ডস?
গুগল আপনাকে কিছু সার্ভে তে অংশগ্রহণ করতে বলবে, সেগুলোতে অংশগ্রহণ করে সার্ভেতে থাকা প্রশ্নগুলির ঠিকঠাক উত্তর দিতে পারলেই কেল্লা ফতে। গুগল আপনার গুগল আকাউন্ট এ রেওয়ার্ড হিসেবে কিছু টাকা দেবে যেটা আপনি গুগল প্লে স্টোরে যেকোনো ধরণের পেইড অ্যাপ কেনার মাধ্যম এ রিডিম করতে পারবেন।
তাড়াতাড়ি প্লে স্টোর ওপেন করে সার্চ করুন গুগল অপিনিওন রেওয়ার্ডস বলে আর ইনস্টল করে নিন। প্রাথমিক সেট আপ করার পর গুগল আপনাকে প্রথম একটি সার্ভে দেবে টেস্টিং এর জন্য। এই সার্ভে র জন্য কোনো রেওয়ার্ড আপনি পাবেন না। সার্ভেটা শেষ করার পর আপনাকে গুগলের তরফ থেকে জানানো হবে যে আপনি আপনার প্রথম সার্ভেটি ঠিকমতো শেষ করেছেন। পরবর্তী সার্ভের ব্যাপারে আপনাকে গুগলের তরফ থেকে নোটিফিকেশন দেওয়া হবে। এছাড়াও অ্যাপটিতে রেওয়ার্ড হিস্ট্রি আর সরাসরি গুগল প্লে স্টোরে গিয়ে ক্রেডিট রিডিম করার ও অপশন রয়েছে।
তাহলে আর দেরি কেন? এখুনি ইনস্টল করুন গুগল অপিনিওন রেওয়ার্ডস আর জিততে থাকুন গুগল ক্রেডিট।

এখান থেকে download করুন।
Get it on Google Play