![]() |
Under-display Fingerprint Scanner |
বর্তমানে বেশিরভাগ স্মার্টফোনেই ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারের উপস্থিতি লক্ষ্য করা যায়। আর ডিসপ্লের নীচে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার নিয়ে জল্পনা চলছে বেশ কিছুদিন ধরেই। অবশেষে এই অসাধ্যকে সাধন করে দেখালো VIVO। সাংহাই-এ আয়োজিত মোবাইলে ওয়ার্ল্ড কংগ্রেস এ VIVO তাদের নতুন আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এর প্রদর্শন করলো। ডিসপ্লের নিচেই বসানো থাকবে এই নতুন ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, যার ফলে ডিসপ্লের উপর আঙ্গুল রেখেই আনলক করে যাবে ফোন। এই স্ক্যানার জলের তলাতেও কাজ করতে সক্ষম, তবে আপনার ফোনকে অবশ্যই ওয়াটারপ্রুফ হতে হবে। এই নতুন টেকনোলজি বাজারে আসতে লাগতে পারে আরও বেশ কিছুদিন সময়।