Photo 1

স্যামসাং নোট সেভেন(Galaxy Note 7) কাণ্ডের এক বছর সম্পূর্ণ হতে না হতেই আবার ফাটল স্যামসাং-এর গ্যালাক্সি জে সেভেন(Galaxy J7 2016) মোবাইল। এই ঘটনার সূত্রপাত পাকিস্তানের লাহোরে। জানা গেছে যে একটি ৪ বছরের শিশু মোবাইলে “My Talking Tom” নামক জনপ্রিয় গেমটি খেলছিল আর তখনই মোবাইলটি ফেটে যায়। তবে এই ঘটনায় কেউ হতাহত হয়নি। খবরের সূত্র অনুসারে ফোনটি অতিরিক্ত গরম হয়ে যাওয়ার কারণেই এই ঘটনা ঘটেছে।

পাকিস্তানি নাগরিক Naureen Ahsan একটি ফেসবুক গ্রুপে এই ফেটে যাওয়া ফোনটির ছবিগুলো শেয়ার করেছেন। এছাড়াও তিনি বাচ্চাদের মোবাইল থেকে দূরে রাখার জন্য অনুরোধ করেছেন।

Photo 2
Photo 3
সূত্র : Valuewalk