![]() |
Moto G5S Plus |
মঙ্গলবার Lenovo ভারতের বাজারে নিয়ে আসলো দুটি নতুন স্মার্টফোন – Moto G5S ও Moto G5S Plus। Moto G5S Plus এর বিশেষত্ব হল এতে রয়েছে dual ক্যামেরা। দুটি ক্যামেরাই 13 মেগাপিক্সেলের, প্রথমটি হল একটি colour sensor আর অন্যটি শুধুমাত্র সাদা-কালো ছবি তুলতে সক্ষম। দুটি ক্যামেরা একসাথে বেশি details capture করতে সক্ষম হবে বলে Lenovo দাবি করেছে। এটি একটি Amazon এক্সক্লুসিভ ফোন অর্থাৎ শুধুমাত্র Amazon থেকেই কেনা যাবে। কিন্তু পরবর্তীতে আপনি আপনার পাড়ার দোকানেও এই ফোনের দেখা পেতে পারেন।
Moto G5S Plus: এই ফোনের সামনের দিকে রয়েছে 5.5 inch full HD ডিসপ্লে, যা Gorilla Glass 3 দিয়ে ঢাকা। এছাড়াও রয়েছে 8 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা সঙ্গে ফ্রন্ট LED ফ্ল্যাশ। ডিসপ্লের নিচের দিকে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। পেছন দিকে রয়েছে দুটি 13 মেগাপিক্সেল ক্যামেরা, যা 4K ভিডিও রেকর্ড করতে সক্ষম। এই ফোনের আছে Snapdragon 625 Octa-core CPU, 4GB RAM ও 64 GB ইন্টারনাল স্টোরেজ। এছাড়াও এই ফোনে রয়েছে সমস্ত আবশ্যকীয় sensor(NFC সহ)। এর বর্তমান বাজারমূল্য হল ₹15,999 টাকা।
Moto G5S : এই ফোনের সামনের দিকে রয়েছে Gorilla Glass 3 তে ঢাকা 5.2 inch full HD ডিসপ্লে এবং 5 মেগাপিক্সেল wide angle সেলফি ক্যামেরা। এক্ষেত্রেও সেলফি ক্যামেরার সঙ্গে উপস্থিত রয়েছে ফ্রন্ট LED ফ্ল্যাশ। এই ফোনের মূল ক্যামেরাটি হল একটি 16 মেগাপিক্সেল f/2.0 ক্যামেরা। তবে এটি সর্বাধিক full HD ভিডিও রেকর্ড করতে সক্ষম। ফোন দেওয়া হয়েছে Snapdragon 430 octa-core প্রসেসর, 4 GB RAM এবং 32 GB ইন্টারনাল স্টোরেজ। এই সবকিছুকে শক্তি প্রদান করার জন্য দেওয়া হয়েছে 3000mAh non-removable ব্যাটারি। TurboPower প্রযুক্তির দৌলতে মাত্র 15 মিনিটের চার্জে 5 ঘণ্টা পর্যন্ত ব্যাবহার করা যাবে ফোন। এই ফোনে উপস্থিত রয়েছে সমস্ত অত্যাব্যকীয় sensor। এর বর্তমান বাজারমূল্য হল ₹13,999 টাকা।
![]() |
Moto G5S |
দুটি ফোনেই রয়েছে বেশ কিছু সাদৃশ্য। এদের অপারেটিং সিস্টেম হলো Android 7.1 Nougat। দুটি ফোনেই রয়েছে 4G VoLTE সাপোর্ট। এছাড়াও রয়েছে ব্লুটুথ 4.2 ও A-GPS। দুটি ফোনেই 128 GB পর্যন্ত MicroSD কার্ড ব্যবহার করা যাবে, তবে দুটি SIM ও MicroSD কার্ড একসাথে ব্যাবহার করা যাবে না। এছাড়া রয়েছে Micro USB পোর্ট ও 3.5 mm অডিও জ্যাক। এই ফোনগুলো পাওয়া যাবে দুটি রঙে – Lunar Grey ও Blush Gold।
সবদিক থেকে বিচার করলে Moto G5S -কে একটি সম্পূর্ণ ফোন বলা যেতে পারে।