4ঠা অক্টোবর, বুধবার গুগল নিয়ে আসলো তাদের ফ্লাগশিপ ফোন পিক্সেল 2 ও পিক্সেল 2 এক্সএল। এছাড়াও তারা লঞ্চ করেছে আরো অসাধারণ কিছু জিনিস।

গুগল হোম মিনি : এটি হলো গুগল হোম এর ক্ষুদ্র সংস্করণ। এটি একটি স্মার্ট স্পিকার যাতে উপস্থিত রয়েছে গুগল অ্যাসিস্ট্যান্ট। এটি 3টি রঙে পাওয়া যাবে। এর মুল্য হলো $49।
গুগল হোম ম্যাক্স : নাম থেকেই বোঝা যাচ্ছে এটি একটি বড়ো ধরনের স্পিকার। এটিও একটি স্মার্ট স্পিকার এবং এতেও রয়েছে গুগল অ্যাসিস্ট্যান্ট। এটি রয়েছে দুটি উফার এবং দুটি টুইটার। এটি দুটি রঙে পাওয়া যাবে। এর বাজারমূল্য হলো $399।
গুগল পিক্সেলবুক : এটি হলো একটি উচ্চশ্রেণীর ক্রোমবুক। এর দাম শুরু হচ্ছে $999 থেকে। এতে রয়েছে ইনটেল করে i5 প্রসেসর, 8 জিবি RAM, 128 জিবি SSD, 12.3 ইঞ্চ 2400×1600 LCD IPS টাচস্ক্রিন ডিসপ্লে, 41Wh ব্যাটারি, ব্লুটুথ 4.2। এছাড়াও এতে রয়েছে প্লে স্টোর সাপোর্ট অর্থাৎ অ্যান্ড্রয়েড ফোনের বেশিরভাগ অ্যাপই ব্যাবহার করা যাবে এই ল্যাপটপে। এর সাত রয়েছে একটি পেন যাতে রয়েছে 2000 এর বেশি প্রেসার পয়েন্ট। তবে এটির জন্যে আপনাকে খরচ করতে হবে আরো $99।
গুগল পিক্সেল : গুগল নিয়ে এসেছে তাদের নতুন পিক্সেল 2 ও পিক্সেল 2 এক্সএল। এই ফোন দুটোর বিশেষত্ব হলো এদের ক্যামেরা। আরো জানতে চোখ রাখুন বং-tech -এ।
গুগল পিক্সেল বাডস্ : এটি হলো একটি স্মার্ট ব্লুটুথ হেডসেট। এটিকে 1বার চার্জ করলে 5ঘণ্টা ব্যবহার করা যাবে। এটিতেও রয়েছে গুগল অ্যাসিস্ট্যান্ট। এর মূল্য $159।
গুগল ক্লিপ ক্যামেরা : এটি হল একটি স্মার্ট ক্যামেরা। যা আপনার বিশেষ বিশেষ মুহূর্তের ছবি তুলতে সক্ষম। এই ক্যামেরায় গুগল তাদের শক্তিশালী মেশিন লার্নিং টেকনোলজিকে ব্যবহার করে কখন ছবি তুলতে হবে তা নির্ণয় করার জন্য। তবে কোন ছবিগুলো আপনি রাখতে চান আর কোনগুলো ডিলিট করতে চান তা নির্ভর করছে আপনার উপরেই। এরপর এই ছবিগুলো সরাসরি আপলোড করে দেওয়া যাবে গুগল ফোটোস্ -এ। এর দাম $249।