বুধবার ৮ নভেম্বর, সেলফি অনুরাগীদের মুখে হাসি ফুটিয়ে মাত্র ৩ মিনিটে দেড় লক্ষ্য রেডমি Y1 এবং Y1 লাইট ইউনিট বিকিয়ে গেল আমাজন ইন্ডিয়া ওয়েবসাইটে। এই রেডমি Y1 সিরিজ অপ্পো ভিভোর সেলফির বাজারে শাওমির ভাগ বসানোর প্রথম সফল পদক্ষেপ বলেই মনে করছেন সেলগুরুরা। পাশাপাশি এই রেডমি Y সিরিজে প্রথমবারের জন্য ক্যাটরিনা কাইফের মতো কোনো সেলেবকে বিপনন দূত হিসেবে বাছলো শাওমি। পরবর্তী ফ্ল্যাশ সেল ১৫ তারিখ দুপুর ১২টায়। এবার দেখে নেওয়া যাক রেডমি Y সিরিজের ফোনগুলিতে কি রয়েছে
যতই বক্স প্যাক এ লেখা থাক “মেড ইন ইন্ডিয়া”, রেডমি Y1 হলো শাওমির চাইনিজ রেডমি নোট 5A সিরিজের রিব্রান্ডেড ভার্শন। চিনে বিক্রিত রেডমি নোট 5A এবং 5A প্রাইম ভারতে যথাক্রমে রেডমি Y1 লাইট ও রেডমি Y1 নামে বিক্রি হচ্ছে।
দুটি ফোনেই রয়েছে ৫.৫ ইঞ্চি HD স্ক্রিন, যা ২.৫ডি কর্নিং গোরিলা গ্লাস দ্বারা সুরক্ষিত।
ডুয়াল সিমের পাশাপাশি রয়েছে ডেডিকেটেড স্লট। রেডমি Y1 লাইটে ২ জিবি র্যাম আর ১৬ জিবি ইন্টারনাল মেমোরি আছে যা ১২৮ জিবি অবধি বাড়ানো যাবে।রেডমি Y1 ফোনটি আবার ৩/৪ জিবি র্যাম আর ৩২/৬৪ জিবি ইন্টারনাল মেমোরি এই দুটি ভারিয়ান্ট এ পাওয়া যাচ্ছে, যা ১২৮ জিবি অবধি বাড়ানো যাবে।রেডমি Y1 লাইটে আছে ১.৪ গিগাহার্জ কোয়াড কোর স্নাপড্রাগন ৪২৫ প্রসেসর। অন্যদিকে রেডমি Y1 এ আছে ১.৪ গিগাহার্জ অক্টাকোর স্নাপড্রাগণ ৪৩৫ প্রসেসর।
এবারে আসা যাক মোবাইলদুটির সবচেয়ে বড় ইউএসপি তে: সেলফি ক্যামেরা
রেডমি Y1 লাইটে রয়েছে ৫ মেগাপিক্সেল f২.০ ফ্রন্ট ক্যামেরা আর ১৩ মেগাপিক্সেল f২.২ রিয়ার ক্যামেরা। এছাড়া ভালো সেলফির জন্য রয়েছে ৩৬টি স্মার্ট বিউটি প্রোফাইল আর ভিডিও কলের জন্য রিয়াল টাইম বিউটিফাই মোড।
রেডমি Y1 এ রয়েছে ১৬ মেগাপিক্সেল f২.০ সেলফি ক্যামেরা সেলফি ফ্ল্যাশ এর সাথে, আর ১৩ মেগাপিক্সেল f২.২ রিয়ার ক্যামেরা। এছাড়াও Y1 লাইটের মতো এতেও ৩৬ টি স্মার্ট বিউটি প্রোফাইল আর ভিডিও কলে রিয়াল টাইম বিউটিফাই মোড রয়েছে।
এবার আসি সেন্সরে। কোনোরকম স্কিপ না করে সবরকম গুরুত্বপূর্ণ সেন্সর সবধরণের দামের ফোনে ব্যবহারের জন্য শাওমির সুনাম আছে। রেডমি Y সিরিজের ফোনগুলিও শাওমির সেই সুনামের আওতায় পড়ে। তবে রেডমি Y1 লাইটে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর নেই, রেডমি Y1 এ আছে। দুটি ফোনেই আছে ইনফ্রারেড সেন্সর।
ব্যাটারীর কথা বললে দুটি ফোনেই আছে ৩০৮০ এমএএইচ এর ব্যাটারী।
কানেকটিভিটি র ক্ষেত্রে ৪জি vo LTE, ওয়াই ফাই, ব্লুটুথ ৪.২, জিপিএস এর সব সুবিধা ই উপলব্ধ রয়েছে।
রেডমি Y1 লাইট এর দাম পড়বে ₹৬৯৯৯। আর রেডমি Y1 এর ৩জিবি/৩২জিবি ইউনিটের দাম পড়বে ₹৮৯৯৯ এবং ৪জিবি/৬৪জিবি ইউনিটের দাম পড়বে ₹১০৯৯৯।
এবার আসি মতামত এ। স্মার্টফোন মার্কেটে শাওমি বরাবর ই গেমচেঞ্জার এর ভূমিকা পালন করে এসেছে। অপ্পো, ভিভো, জিওনি র মতো ব্র্যান্ডগুলো সেলফি কেন্দ্রিক ফোনের নামে যে ধরণের সস্তা কোয়ালিটির ফোন বিক্রি করছিল, রেডমির Y সিরিজ তাদের যে কড়া চ্যালেঞ্জের সামনে ফেলবে- সেটা রেডমি Y1 এর প্রথম ফ্ল্যাশ সেলেই স্পষ্ট। তাহলে আর দেরি না করে এবারে আপনিও নিয়ে নিতে পারেন রেডমি Y সিরিজের কোনও একটি ফোন আর বলতে পারেন “সেলফি ম্যায়নে লে লি আজ” ।।