১৩ নভেম্বর, সোমবার, ফ্লিপকার্টের হাত ধরে দুপুর ২:৩০ এ জনসমক্ষে এলো ভারতের প্রথম ডুয়াল এসিস্ট্যান্ট স্মার্টফোন মোটো এক্স৪। এবার প্রশ্ন হলো এই ডুয়াল এসিস্ট্যান্ট জিনিসটা কি? যারা এন্ড্রয়েড বা আই.ও.এস চালিত স্মার্টফোন ব্যবহার করেন তাদের অনেকেই ভয়েস এসিস্ট্যান্ট ব্যবহার করে থাকেন। এন্ড্রয়েড এ যেমন গুগল এসিস্ট্যান্ট আছে তেমনি আই.ও.এস এ আছে সিরি। এছাড়া কিছু স্যামসাং স্মার্টফোন এ আবার বিক্সবি নামক ভয়েস এসিস্ট্যান্ট ও দেখা যায়। তবে এই প্রথম ভারতে কোনো স্মার্টফোন এ পাড়ি দেবে আমাজন এর ভয়েস এসিস্ট্যান্ট এলেক্সা। এলেক্সার পাশাপাশি মোটো এক্স৪ এ থাকবে গুগল এসিস্ট্যান্ট ও। এইজন্য মোটো এক্স৪ ভারতের প্রথম ডুয়াল এসিস্ট্যান্ট স্মার্টফোন। এবার এক নজরে দেখে নেওয়া যাক ফোনটিতে কি কি রয়েছে-

যাইহোক ফোনটি দেখতে ভীষণরকম প্রিমিয়াম তার গ্লাসব্যাক ফিনিশের জন্য। এছাড়া ফোনটি আইপি৬৮ সার্টিফায়েড ওয়াটার রেসিস্টান্ট ফোন। তাই বলে ফোনটি জলের তলাতেও কাজ করবে বলে ভেবে নিলে খুব তাড়াতাড়ি ই আপনি আপনার ফোনের ওয়ারেন্টি খোয়াবেন লিকুইড ড্যামেজ এর জন্য।
ফোনটিতে রয়েছে ডুয়াল সিম হাইব্রিড সিম স্লট। অর্থাৎ আপনি কোনও নির্দিষ্ট সময় হয় ডুয়াল সিম ব্যবহার করতে পারবেন অথবা একটি সিম একটি মাইক্রোএসডি(microSD) কার্ড ব্যবহার করতে পারবেন। দুটি সিম স্লট ই ৪জি VOLTE চালাতে সক্ষম তবে যেকোনো নির্দিষ্ট সময়ে ফোনটির যেকোনো একটি সিম স্লটে ই ৪জি voLTE চলতে পারে।
ফোনটি ৩জিবি র্যাম/৩২ জিবি স্টোরেজ আর ৪জিবি র্যাম/৬৪ জিবি স্টোরেজের এই দুটি ভারিয়ান্ট-এ উপলব্ধ। মেমোরি ২ টিবি অবধি বাড়ানো যেতে পারে হাইব্রিড স্লটের মাধ্যমে।
প্রসেসর রয়েছে ২.২ গিগাহার্জ অক্টাকোর স্নাপড্রাগন ৬৩০। এটি একটি পাওয়ার এফিসিয়েন্ট প্রসেসর যা স্নাপড্রাগন ৬২৫ এর আপডেটেড ভার্সন। গ্রাফিক প্রসেসর রয়েছে এড্রেনো ৫০৮। এই কম্বিনেশন তাবড় তাবড় ভারী এপ্লিকেশন বা গেম চালাতে সক্ষম।
৫.২ ইঞ্চির ফুল এইচডি ১৯২০×১০৮০ পিক্সেল রেসলিউসনের এল.টি.পি.এস আই. পি.এস. এলসিডি স্ক্রিন ৪২৪ পিপিআই পিক্সেল ডেন্সিটির সাথে উপলব্ধ, যা ২.৫ডি কর্নিং গোরিলা গ্লাস দ্বারা সুরক্ষিত।
সামনে ১৬ মেগাপিক্সেল f২.০ ১uমিটার সেলফি ক্যামেরা সেলফি ফ্ল্যাশ-এর সাথে আর পিছনে ডুয়াল ক্যামেরা সেট আপ-এ ১২ মেগাপিক্সেল f২.০ ১.৪uমিটার ডুয়াল অটোফোকাস-এর একটি ক্যামেরা সেন্সর ও আরেকটি ৮ মেগাপিক্সেল f২.২ ১.১২uমিটার আল্ট্রা ওয়াইড এঙ্গেল সেন্সর। রিয়ার ক্যামেরাদুটি ফটোতে ডিএসএলআর এর মত বোকেহ এফেক্ট আনতে সক্ষম।
ফোনটিতে যাবতীয় গুরুত্বপূর্ণ সমস্ত সেন্সর রয়েছে। সিকিউরিটি র জন্য রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ও।
কানেক্টিভিটি র ক্ষেত্রে ফোনটিতে রয়েছে ইউএসবি টাইপ-সি(USB-C)। এছাড়াও রয়েছে ওয়াই-ফাই, ব্লুটুথ ৪.২, জিপিএস, ৪জি voLTE ইত্যাদি। ফোনটি NFC এনবেল্ড, NFC ট্যাপ এন্ড পে অপশন ও রয়েছে ফোনে। তবে মোটোরোলা র তরফে জানানো হয়েছে যে ওরিও আপডেটের সাথে সাথে ফোনটির ব্লুটুথও ৪.২ থেকে ৫.০ তে আপডেট হয়ে যাবে।
ফোনটির অপারেটিং সিস্টেম এন্ড্রয়েড ৭.১ নুগাট। এই স্টক এন্ড্রয়েড অপারেটিং সিস্টেম এন্ড্রয়েড ৮.০ ওরিও আপডেট পাবে বলে সংস্থার তরফ থেকে জানানো হয়েছে। পাশাপাশি এই ফোনে এন্ড্রয়েড সিকিউরিটি প্যাচ এর আপডেট ও তাড়াতাড়ি মিলবে বলে সংস্থা র তরফ থেকে জানানো হয়েছে।
ফোনে রয়েছে ৩ও০০এমএএইচ ব্যাটারি যেটি খোলা যায় না। পাশাপাশি ফোনটি টার্বোচার্জ সাপোর্ট করে, যেটি ১৫ মিনিটে ৬ ঘন্টা ব্যবহার করার মতো উপযুক্ত ব্যাটারি চার্জ করার দাবি করে।
এছাড়াও মোটোরোলা র তরফ থেকে সিকিউরিটির জন্য আনা হয়েছে মোটো কি এপ্লিকেশন। এটির মাধ্যমে আপনি আপনার ফোনের পাশাপাশি ল্যাপটপেও সিকিউর লগ ইন করতে ফিঙ্গারপ্রিন্ট এর ব্যবহার করতে পারবেন। আরেকটি এপ্লিকেশন যার নাম ওয়ারলেস সাউন্ড সিস্টেম এর দ্বারা মোটোরোলা দাবি করছে যে একসাথে ৪টি ওয়ারলেস স্পিকারের সাথে ব্লুটুথের মাধ্যমে মিউজিক প্লেব্যাক করা যাবে, যার ফলে সারাউন্ড সাউন্ড এফেক্ট মিলবে।
অনেক তো হলো, এবার আসি দক্ষিনার কথায়। এই মোটো এক্স৪ হ্যান্ডসেট টি আপাতত শুধুমাত্র ফ্লিপকার্ট-এ ই ৩জিবি/৩২জিবি ভারিয়ান্ট আর ৪জিবি ৬৪ জিবি ভারিয়ান্ট-এ পাওয়া যাবে, দাম যথাক্রমে ₹২০৯৯৯ আর ₹২২৯৯৯। স্টারলিং ব্লু আর সুপার ব্ল্যাক এই দুটি রং এ স্মার্টফোন টি উপলব্ধ রয়েছে।
তাহলে আর দেরি কিসের? লাইনে দাঁড়িয়ে অপেক্ষা না করে ঝটপট গুগল আর এলেক্সা কে একসাথে উপভোগ করতে তৈরী হয়ে যান।